বাংলা হান্ট ডেস্কঃ বিনোদন দুনিয়ার মানুষদের রাজনীতির ময়দানে আনাগোনা নতুন কোনও বিষয় নয়। বর্তমানে টলিউডের একাধিক তারকা সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত। দেব, মিমি চক্রবর্তী, মিঠুন চক্রবর্তী থেকে শুরু করে নুসরত জাহান, রাজ চক্রবর্তী, সোহম চক্রবর্তী সহ তালিকায় নাম রয়েছে অনেকের। একইরকমভাবে রাজনীতির দুনিয়ার মানুষরাও মাঝেমধ্যে বিনোদন দুনিয়ায় আসেন, মুখোমুখি হন ক্যামেরার। এবার যেমন, শোনা যাচ্ছে সিনেজগতে ডেবিউ করতে চলেছেন তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র (Mahua Moitra)।
বঙ্গ রাজনীতির অতি পরিচিত মুখ মহুয়া। তাঁর ফ্যাশান, রূপসজ্জা, স্টাইল স্টেটমেন্ট অনেকের খুব পছন্দের। তৃণমূল (TMC) নেত্রী যেভাবে নিজেকে ‘ক্যারি’ করেন, তার তারিফও শোনা যায় মাঝেমধ্যেই। এবার শোনা যাচ্ছে, তিনিই পা রাখতে চলেছেন টলিউডে (Tollywood)। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের আগামী ছবিতে দেখা যাবে তাঁকে।
শোনা যাচ্ছে, হলিউড কোর্টরুম ড্রামা ’১২ অ্যাংরি মেন’এর (12 Angry Men) বাংলা ভার্সন আনছেন সৃজিত (Srijit Mukherji)। সবকিছু যদি ঠিক থাকে তাহলে আগামী জুন মাস থেকে শুরু হবে ছবির শ্যুটিং। টলিপাড়ায় ফিসফাস, এই ছবির হাত ধরেই অভিনয়ে হাতেখড়ি হতে চলেছে মহুয়ার! গুঞ্জন যদি সত্যি হয় তাহলে আরও এক সুন্দরী অভিনেত্রী পেতে চলেছে টলিউড, এই কথাই ঘোরাফেরা করছে ইন্ডাস্ট্রির অন্দরে!
এখন প্রশ্ন হল, কোন চরিত্রে দেখা যাবে তৃণমূল নেত্রীকে? এই বিষয়ে উভয়পক্ষই মুখে কুলুপ এঁটেছে। তবে এসভিএফ প্রযোজিত এই ছবিতে দেখা যাবে তারকার সমাহার। থ্রিলার ছবিতে এমনিতেই সিদ্ধহস্ত সৃজিত। এবারও তাই বেছে নিয়ে হলিউডের একটি বিখ্যাত সিনেমা। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে কৌশিক গঙ্গোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, কৌশিক সেন, ঋত্বিক চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী, সত্যম ভট্টাচার্য, রুদ্রনীল ঘোষ, সৌরসেনী মিত্রের মতো শিল্পীদের। মহুয়া যদি যোগ দেন তাহলে ষোলোকলা পূর্ণ হবে বলে মত অনেকের!
প্রসঙ্গত, ৯টি আন্তর্জাতিক পুরস্কার জয়ী ’১২ অ্যাংরি মেন’ একটি কোর্টরুম ড্রামা। ১৮ বছরের এক তরুণের ঘাড়ে বাবাকে খুনের অভিযোগ। সে কি সত্যিই খুন করেছে? বিচারের দায়িত্ব ১২ জুরির বেঞ্চের কাঁধে। রহস্যভেদ করতে গিয়ে নিজেদের মধ্যে বিতণ্ডা। এই নিয়েই এগোবে গল্প। তবে শোনা যাচ্ছে, বাংলা ভার্সনের গল্পে খানিক পরিবর্তন এনেছেন সৃজিত। তরুণের বদলে তরুণীকে দেখাবেন পরিচালক। সেই ভূমিকায় থাকবেন সৌরসেনী মিত্র। মহুয়াকে কোন চরিত্রে দেখা যাবে বা সত্যিই তিনি এই ছবির হাত ধরে সিনেদুনিয়ায় পা রাখেন কিনা সেটাই এখন দেখার।