বাংলাহান্ট ডেস্ক: সদ্য সদ্য বিবাহিত জীবনের এক বছর পূর্ণ করেছেন মানালি দে (manali dey) এবং অভিমন্যু মুখোপাধ্যায়। এ বছর স্বাধীনতা দিবসের রজতজয়ন্তী বর্ষের সেলিব্রেশন একটু বেশিই স্পেশ্যাল ছিল জুটির কাছে। কারণ গত বছর এই দিনেই আইনি বিয়ে সেরেছিলেন মানালি অভিমন্যু। এবার আরো এক সুখবর দিতে চলেছেন অভিনেত্রী। টলিপাড়ায় কানাঘুঁষো খুব শিগগিরিই মা হতে চলেছেন তিনি।
আপাতত স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ধুলোকণা তে মূল চরিত্রে অভিনয় করছেন মানালি। তাহলে হঠাৎ এমন গুঞ্জন ছড়ানোর কারণ কী? আসলে সম্প্রতি নেটমাধ্যমে একটি ছবি খুব ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, মানালির চোখে মুখে ক্লান্তিল ছাপ। কিন্তু তা সত্ত্বেও দু হাত দিয়ে আগলে রেখেছেন নিজের বেবি বাম্প। এ থেকেই নেটিজেনদের একাংশের ধারনা মা হতে চলেছেন মানালি।
তবে আসল গল্পটা হল, এ ছবির বাস্তবের নয়। সেলুলয়েডের পর্দায় একজন সন্তানসম্ভবা মহিলার চরিত্রে অভিনয় করতে চলেছেন মানালি। তাও আবার নিজের স্বামীর পরিচালনায়। খুব শীঘ্রই আসছে অভিমন্যু মুখোপাধ্যায় পরিচালিত ছবি লকডাউন। এখানে একজন সন্তানসম্ভবা মহিলার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মানালিকে।
এর জন্য নাকি বেশ পরিশ্রম করতে হয়েছে তাঁকে। পর্দায় চরিত্রটি জীবন্ত করে তুলতে সন্তানসম্ভবা মহিলাদের মতোই হাঁটাচলা, ওঠাবসা অভ্যাস করতে হয়েছে মানালিকে। ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন ওম সাহানি। এছাড়াও লকডাউন ছবিতে দেখা যাবে সোহম চক্রবর্তী, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, আদৃত রায়, রাজনন্দিনীকে।
গত বছরের ১৫ ই অগাস্ট পরিচালক অভিমন্যুর সঙ্গে রেজিস্ট্রি সেরেছিলেন মানালি। ঘরোয়া অনুষ্ঠানে অতিথির সংখ্যা ছিল হাতে গোনা। ছিলেন মানালির বাবা, দাদু ও অভিমন্যুর বাবা। অভিমন্যুর মা মুম্বইতে থাকায় সেদিন আসতে পারেননি।
পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়ের সঙ্গে অনেক দিনেরই প্রেম মানালির। সপ্তকের সঙ্গে প্রথম বিয়ে ভেঙে যাওয়ার পর অভিমন্যুর সঙ্গে পরিচয় হয় তাঁর। সেই থেকে বন্ধুত্ব, তারপর প্রেম। সম্পর্ক কোনও দিনই লুকিয়ে রাখেননি মানালি অভিমন্যু। রেজিস্ট্রি বিয়ের পরের মাসেই অনুষ্ঠান করে সামাজিক রীতিতে বিয়ে করেন দুজনে।