বাংলা হান্ট ডেস্ক : সাম্প্রতিক অতীতে দূর্দান্ত পারফরম্যান্স করেছেন ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামি (Mohammed Shami)। গত বছর বিশ্বকাপ জিততে না পারলেও আপামর ভারতবাসীর মন জিতে নিয়েছিলেন এই ক্রিকেট তারকা। তারপরেই সামনে আসে মহম্মদ শামি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) একটি ছবি। টিম ইন্ডিয়ার হারের পর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে বুকে জড়িয়ে ধরেছিলেন।
এই ছবি ভাইরাল হতেই শুরু হয়ে যায় জল্পনা। তবে কি প্রধানমন্ত্রীর হাত ধরেই রাজনীতিতে ডেবিউ করছেন টিম ইন্ডিয়ার এই তারকা পেসার? এরপর এই জল্পনা তুঙ্গে ওঠে যখন রামপুরের বিজেপি বিধায়ক আকাশ সাক্সেনার সঙ্গে শামির একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
নেটিজনরা তো ধরেই নিয়েছিলেন যে, আসন্ন লোকসভা নির্বাচনে পদ্ম শিবিরের হয়ে মাঠে নামতে চলেছেন তিনি। যদিও সেবার জানা গিয়েছিল, আপাতত রাজনীতি নয়, নিজের খেলার জগতেই মন দিতে চান তিনি। সেই সময় শোনা যায়, এই সব কিছুই নেহাত জল্পনা। আর যাকে নিয়ে এত আলোচনা তিনি ক্রিকেট থেকে আপাতত বিশ্রামে। তবে এবার জল্পনা আরও জোরালো।
আরও পড়ুন : CBI-র হাতে তুলে দেয়নি পুলিশ, এবার শাহজাহানের বিরুদ্ধে চরম অ্যাকশন ইডির! বাজেয়াপ্ত বিপুল সম্পত্তি
রাজনৈতিক মহলের জল্পনা, আসন্ন নির্বাচনে এবার বাংলার হাইভোল্টেজ আসন বসিরহাট (Basirhat) থেকে লড়তে পারেন ভারতীয় পেসার মহম্মদ শামি। এই জল্পনা সত্যি হলে এটা যে মোদীর মাস্টারস্ট্রোক হতে চলেছে সেকথা বলাই বাহুল্য। তবে এই জল্পনা কতটা সত্যি সেটা তো সময়ই বলবে।