লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হচ্ছেন তিনি? অবশেষে মুখ খুললেন মৌসুমী কয়াল

   

বাংলা হান্ট ডেস্ক: চলতি বছরেই সম্পন্ন হতে চলেছে লোকসভা নির্বাচন (Lok Sabha Election)। আর মাস কয়েক পরেই শুরু হয়ে যাবে এই হাইভোল্টেজ নির্বাচন। এমতাবস্থায়, তার আগে রাজনৈতিক দলগুলি নিজেদের পরিকল্পনা এবং কার্যকলাপ নিয়ে যথেষ্ট ব্যস্ত রয়েছে। আবার কিছু কিছু জায়গা থেকে ইতিমধ্যেই উঠে আসছে দলবদলের খবরও। তবে নির্বাচনের এই আবহে প্রতিটি ক্ষেত্রেই নজর থাকছে রাজনৈতিক বিশেষজ্ঞদের। ঠিক এই আবহেই নতুন করে একটি জল্পনা শুরু হয়েছে।

মূলত, কামদুনি ধর্ষণকাণ্ডের প্রতিবাদী মুখ মৌসুমী কয়ালের রাজনৈতিক অবস্থানের বিষয়টিই এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। শুধু তাই নয়, লোকসভা নির্বাচনের আগে মৌসুমী বিজেপিতে যোগ দেবেন কিনা এই বিষয়েও এবার প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে, এহেন জল্পনার পেছনে রয়েছে কারণও।

Is Mousumi Kayal is BJP's candidate in the Lok Sabha elections

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, গত বুধবার মরিচঝাঁপির ঘটনার প্রতিবাদ জানানোর লক্ষ্যে উত্তর ২৪ পরগনার বারাসত সুভাষ ইনস্টিটিউট হলে একটি অরাজনৈতিক কর্মসূচি “গণহত্যা স্মৃতিরক্ষা কমিটিতে” হাজির ছিলেন মৌসুমী কয়াল। আর তাঁর এই উপস্থিতি ঘিরেই জল ঘোলা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। পাশাপাশি তিনি পদ্ম শিবিরে নাম লেখাবেন কিনা এই বিষয়টি এখন জানতে চাইছেন সকলে। তবে এই বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন তিনি। সেখানে তিনি দিয়েছেন কৌশলী জবাব।

আরও পড়ুন: রাজনৈতিক অস্থিরতার আবহেই মালয়েশিয়া পেল নতুন রাজা! তাঁর সম্পদের পরিমাণ জানলে হয়ে যাবেন “থ”

সাংবাদিকদের মুখোমুখি হয়ে মৌসুমী সবার প্রথমেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানান। তারপরে তিনি বলেন, “দশ বছরের লড়াই ছিল আমাদের। যে বিচার এই রাজ্যে দেওয়া হয়েছিল সেটাতে আমরা সন্তুষ্ট হইনি। তাই সুপ্রিম কোর্টে যেতে হল। শুভেন্দু অধিকারী আমাদের পাশে দাঁড়ালেন।” এর পাশাপাশি, তিনি আরও জানান যে, “পশ্চিমবঙ্গে ধর্মীয় রাজনীতির পরিবেশ হচ্ছে। তার বিরুদ্ধে অবশ্যই প্রতিবাদ জানাই। আমি সব ধর্মকে শ্রদ্ধা করি।”

আরও পড়ুন: এবারও হল না! ফের ব্যর্থতার সম্মুখীন রিঙ্কু, কোটি কোটি ক্রিকেট ভক্ত হলেন হতাশ

এমতাবস্থায়, রাজনীতি আসার প্রসঙ্গে তাৎপর্যপূর্ণ মন্তব্য করতে দেখা যায় তাঁকে। তিনি হাসিমুখে জানান, “এখন কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমি যুক্ত নই। তবে মানুষের কাজ করতে গেলে রাজনীতি হল শক্ত ময়দান। তাই সময় বলবে আমি কী করব।” এমতাবস্থায়, মৌসুমীর এই ইঙ্গিতপূর্ণ প্রতিক্রিয়ায় ঠিক কোন উত্তর লুকিয়ে রয়েছে তা অনুমান করতে পারছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। প্রসঙ্গত উল্লেখ্য যে, সাংবাদিকদের মুখোমুখি হয়ে দুর্নীতি ইস্যুতে রাজ্য সরকারের কড়া সমালোচনাও করেন মৌসুমী। তিনি জানান, “মরিচঝাঁপিতে গণধর্ষণ পর্যন্ত করা হয়। তার বিচার এখনও হয়নি। এই রাজ্য সরকারের আমলে মনে হয় না বিচার পাব। কারণ এই আমলে চাকরি বিক্রি থেকে শুরু করে দুর্নীতি কোনো কিছুই আর বাদ নেই।”

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর