শহর ছেড়েছেন নিখিল, গোয়ায় ত্রিধার সঙ্গে ছুটি কাটাচ্ছেন নুসরতের প্রাক্তন! জল্পনা নেটমহলে

Published On:

বাংলাহান্ট ডেস্ক: নুসরত জাহান চ‍্যাপ্টার অনেকদিন আগেই বন্ধ হয়ে গিয়েছে নিখিল জৈনের (nikhil jain) জীবনে। নুসরতের সন্তানসম্ভবা হওয়ার খবর প্রকাশ‍্যে আসার পরেই প্রাক্তন ‘স্ত্রী’য়ের থেকে নিজেকে আরো কিছুটা দূরে সরিয়ে নিয়েছেন নিখিল। নিজের ব‍্যবসার উন্নতির দিকেই এখন তাঁর ধ‍্যানজ্ঞান। এর মাঝেই আবার অভিনেত্রী ত্রিধা চৌধুরীর (tridha choudhury) সঙ্গে নিখিলের সম্পর্কের সমীকরণ আলোচনার বিষয় হয়ে উঠেছে নেটমাধ‍্যমে। দুজনের সোশ‍্যাল মিডিয়ায় কাজকর্ম নজরে রাখছে নেটিজেনরা।

এই মুহূর্তে গোয়ায় ছুটি কাটাতে গিয়েছেন ত্রিধা। সেখানকার একটাধিক ছবি, ভিডিও সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। বিলাসবহুল হোটেলের বিরাট সুইমিং পুলে জলকেলি করতে দেখা গিয়েছে ত্রিধাকে। পরনে হলুদ সুইমসুট, হাতে পানীয়ের গ্লাস। অপরদিকে সম্প্রতি শহর ছেড়েছেন নিখিল জৈনও। তবে তিনি গিয়েছেন তা ফাঁস করেননি। আর এতেই নেটনাগরিকদের মনে প্রশ্ন দেখা দিয়েছে, নিখিল ত্রিধা কি একসঙ্গে রয়েছেন?


ইতিমধ‍্যেই গোয়া ভ‍্যাকেশনে ত্রিধার দুই সঙ্গীকে দেখা গিয়েছে তাঁরই শেয়ার করা ভিডিওতে। অপরদিকে ব‍্যবসার প্রয়োজনে নিখিলকেও প্রায়শই ঘুরতে হয় এদিক সেদিক। তবে এবারে ব‍্যবসার প্রয়োজনেই বেরিয়েছেন নাকি ছুটি কাটাতে তা খোলসা করেননি নিখিল। তাই নেটিজেনদের জল্পনাতেও খামতি নেই কোনো।

https://www.instagram.com/p/CSTH4PkqqpV/?utm_medium=copy_link

এর আগে কলকাতায় এসে কলকাতায় এসে নিখিলের সঙ্গে দেখা করার কথা স্বীকার করেছেন ত্রিধাও। কফি খেতে খেতে আড্ডা দিয়েছেন তাঁরা। সেই স্কুলজীবন থেকে বন্ধু তাঁরা। নুসরত নিখিলের বিবাহ বিচ্ছেদে বড়সড় প্রভাব পড়েছে নিখিলের জীবনে। এই সময়টা নিখিলের পাশে থাকতে চান ত্রিধা। নিখিলকে মনের জোর যুগিয়েছেন তিনি, এমনটাই জানিয়েছিলেন অভিনেত্রী।

X