রাজধানী দখলের লড়াই! নির্ভয়ার মা দাঁড়াতে পারেন কেজরিওয়ালের বিরুদ্ধে,গুঞ্জন রাজনীতির অন্দরমহলে!

 

বাংলা হান্ট ডেস্ক: ২২ জানুয়ারি নয় ১ ফেব্রুয়ারি নির্ভয়া র ৪ দোষীর ফাঁসি । ভোর ছ’টায় ফাঁঁসি দেওয়া হবে তাদের । অন্যদিকে আজই নির্ভয়ার ধর্ষক মুকেশ সিংয়ের প্রাণভিক্ষার আবেদন খারিজ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

একসময় নির্ভয়া কান্ড নিয়ে উত্তাল ছিল দেশ। যার ফাঁসি এখনো রয়েছ বিচারের কাঠ গড়ায়। বারবার আইনের দ্বারস্থ হয়ে নির্ভযয়ার মা এখন সত্যিই ক্লান্ত। কিন্তু হঠাৎ করে কিভাবে রাজনীতির কছোয়া পেল এই সমস্ত বিষয়টি এখনো বোধগম্য নয় সমাজের বহু রাজনীতিবিদদের কাছে।

2020 1largeimg17 Jan 2020 183330765

নির্ভয়াকাণ্ডে রাজনৈতিক ছোঁয়া,আজ সকাল থেকেই নতুন গুঞ্জন শোনা যাচ্ছিল ।নির্ভয়ার মা আশা দেবী দিল্লির আগামী নির্বাচনে কেজরিওয়ালের বিরুদ্ধে কংগ্রেসের প্রার্থী হয়ে লড়াই করবেন।

যদিও সব জল্পনার অবসান ঘটিয়ে একটি সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে তিনি তিনি বলেন, এটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনীতিতে প্রবেশের কোনও ইচ্ছেই নেই তাঁর। তিনি বলেন, কংগ্রেস দলের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। এমনকি টিকিট পেলেও তিনি ভোটে দাঁড়াবেন না।

Udayan Biswas

সম্পর্কিত খবর