চুপিচুপি ভারত ছাড়ার পরিকল্পনা? আচমকাই বন্ধ হল জনপ্রিয় সেগমেন্ট, OnePlus-কে নিয়ে শুরু জল্পনা

বাংলা হান্ট ডেস্ক: টেক প্রেমীদের কাছে অন্যতম পছন্দের ব্র্যান্ড হল OnePlus। স্মার্টফোন থেকে শুরু করে আরও বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসের বাজারে এই সংস্থা ভালোমতো টক্কর দিচ্ছে অন্যদের। শুধু তাই নয়, গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে এবং যুগের সাথে পাল্লা দিয়ে বিভিন্ন নিত্যনতুন ডিভাইস সামনে আনছে OnePlus। তবে, এবার একটি বড় আপডেট সামনে এসেছে। যেটি জানার পর অবাক হবেন প্রত্যেকেই। মূলত, এবার ভারতীয় বাজার থেকে রীতিমতো চুপিচুপি একটি সেগমেন্ট সরিয়ে নিল OnePlus। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

মূলত, এই সংস্থার এহেন পদক্ষেপের পরিপ্রেক্ষিতে অনুমান করা হচ্ছে যে, আগামী দিনে হয়তো ভারতীয় বাজারে OnePlus কোম্পানির ইলেকট্রনিক ডিভাইস আর বিক্রি হতে দেখা যাবে না। এদিকে, কোম্পানির তরফে যে এমন সিদ্ধান্ত নেওয়া হবে সেটা অনেকে আগেই অনুমান করেছিলেন। এমতাবস্থায় সেই বিষয়টিই সামনে এল। যার ফলে ভারতীয় বাজার থেকে একটি সেগমেন্টকে গুটিয়ে নিচ্ছে এই সংস্থা।

Is OnePlus planning to leave India quietly.

OnePlus-এর ওয়েবসাইটে গিয়ে TV এবং Display বিভাগে ক্লিক করলে কোনো আইটেম আর দেখা যাচ্ছে না। পাশাপাশি সেগমেন্টে ক্লিক করার পর উঠে আসছে “404 Error” লেখা। অর্থাৎ সংস্থার তরফে ওয়েবসাইটের এই বিভাগটি বন্ধ করে দেওয়া হয়েছে। এমতাবস্থায়, এই সেগমেন্ট পুনরায় চালু না হলে টেলিভিশন থেকে শুরু করে মনিটরের মতো ডিভাইস ভারতীয় বাজার থেকে তুলে নিতে পারে সংস্থাটি।

আরও পড়ুন: বড় উপহার দিল রেল, যাত্রী ভাড়া কমাল ৫০%! ভোটের আগে বিরাট ঘোষণা

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, OnePlus-এর পথে হেঁটেই ভারতীয় বাজার থেকে টিভি এবং মনিটরের বাজার ক্রমশ গুটিয়ে নিতে পারে Realme-ও। ইতিমধ্যেই এই বিষয়ে জল্পনা শুরু হয়েছে। শুধু তাই নয়, ভারতীয় বাজারে এহেন প্রোডাক্ট বিক্রি ধীরে ধীরে কমিয়ে দিচ্ছে এই দুই কোম্পানি। উল্লেখ্য যে, OnePlus ২০২১ সালে OnePlus TV Q1 সিরিজ লঞ্চের মাধ্যমে ভারতীয় টেলিভিশন বিভাগে এন্ট্রি নিয়েছিল। এরপর বেশ কয়েকটি সাশ্রয়ী মূল্যের টেলিভিশনের পাশাপাশি মিড রেঞ্জের স্মার্ট টিভিও চালু করেছিল সংস্থাটি। আর এই ভাবেই বাজারে ক্রমশ দখল বাড়াচ্ছিল OnePlus।

আরও পড়ুন: অবস্থা শোচনীয়! চিনের ইতিহাসে সবথেকে বড় কেলেঙ্কারি, দেউলিয়া হয়ে যাওয়া কোম্পানি দিল ধাক্কা

২০২৩ সালে একটি রিপোর্টে জানানো হয়েছিল, OnePlus এবং Realme এই দুই সংস্থা চিনা টেক জায়ান্ট BBK Electronics কর্পোরেশনের মালিকানাধীন সংস্থা। এই একই কোম্পানি Oppo, Vivo সহ Iqoo-এর মালিক। এমতাবস্থায়, ব্যবসা যেমনই চলুক না কেন, OnePlus হয়তো ভারতীয় বাজারে টিভি বিক্রি করার ব্যাপারে আর খুব একটা আগ্রহী নয়। তবে, ভারতে টিভি এবং ডিসপ্লে ব্যবসা থেকে সরে আসার বিষয়ে এখনও পর্যন্ত OnePlus-এর তরফে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর