মুসলিম হয়েও ছুটে যান মন্দিরে, এবার বিজেপি নেতার পুত্রবধূ হতে চলেছেন সারা আলি খান! এ কী কাণ্ড ঘটালেন!

বাংলাহান্ট ডেস্ক : বলিউডের তরুণ প্রজন্মের অন্যতম সম্ভাবনাময় অভিনেত্রী তিনি। বাবা বলিউডের নবাবজাদা, মা একসময়ের খ্যাতনামা অভিনেত্রী। মেয়ে হয়ে তিনিও হেঁটেছেন বাবা মায়ের দেখানো পথে। তিনি সারা আলি খান (Sara Ali Khan)। তারকা সন্তান হিসেবেই তাঁর পরিচয়। তবে নিজের দক্ষতায় বাবা মায়ের ছত্রছায়া থেকে বেরিয়ে এসেছেন তিনি। কাজ করছেন একের পর এক ছবিতে। তেমনি তাঁর ব্যক্তিগত জীবনও থাকে সমান চর্চায়।

তারকা সন্তান হয়েও অন্যরকম সারা (Sara Ali Khan)

আর পাঁচজন স্টারকিডের মতো নন সারা (Sara Ali Khan)। বলিউডে ডেবিউয়ের সময় থেকেই তাঁর নম্র স্বভাব, সকলকে সম্মান দেওয়ার শিক্ষা তাঁকে আলাদা করেছে অন্যদের থেকে। এমনকি প্রাণোচ্ছল সারার বিভিন্ন কথাতেও অনেকে মধ্যবিত্ত পরিবারের ছোঁয়া খুঁজে পেয়েছেন। সেই সঙ্গে আরো একটি কারণে বারংবার চর্চায় উঠে এসেছেন সারা (Sara Ali Khan)। মুসলিম ধর্মাবলম্বী হয়েও হিন্দু ধর্মের উৎসব, মন্দিরের প্রতি তাঁর আগ্রহ প্রশংসার পাশাপাশি তীব্র সমালোচনাও কুড়িয়েছে।

আরো পড়ুন : ‘শোলে’র থেকেও বেশি ব্যবসা, অমিতাভের চেয়ে অধিক হিট দিয়েও প্রাপ্য সম্মান পাননি এই ছবির নায়ক

ফের কেদারনাথ দর্শনে অভিনেত্রী

প্রায়ই বিভিন্ন স্থানে হিন্দু ধর্মীয় স্থানে ছুটে যান সারা (Sara Ali Khan)। বিশেষ করে কেদারনাথ ধামের প্রতি আলাদাই টান রয়েছে তাঁর। বছরে অন্তত একবার কেদারনাথ দর্শনে যান তিনি। ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। এবারেও গিয়েছিলেন। কিন্তু সঙ্গী কে হয়েছিলেন, তা সুকৌশলে চেপে যান সারা (Sara Ali Khan)। কিন্তু নেটিজেনদের শ্যেণ দৃষ্টি থেকে যে কিছুই আড়াল করা যায় না। কে ছিলেন সারার সঙ্গী?

আরো পড়ুন : সৌমিতৃষা অতীত, এখন থেকেই চর্চায় আদৃতের নতুন নায়িকা, কোন অভিনেত্রীর ভাইঝি পারিজাত, জানেন?

কার সঙ্গে সম্পর্কে জড়ালেন সারা

তিনি অর্জুন প্রতাপ বাজওয়া। তাঁর পরিচয় তিনি একজন খ্যাতনামা মডেল। বেশ কিছু ব্র্যান্ডের মুখও তিনি। এই সূত্রে বলিউড ইন্ডাস্ট্রির সঙ্গে বেশ ঘনিষ্ঠতা রয়েছে অর্জুনের। তবে তাঁর আরো একটি পরিচয় রয়েছে, যা যথেষ্ট চমকপ্রদ। পঞ্জাবের বিজেপি সহ সভাপতি ফতেহ জং সিং বাজওয়ার পুত্র তিনি। শেষে কিনা রাজনৈতিক পরিবারের সঙ্গে জড়ালেন সারা (Sara Ali Khan)! অবশ্য সবটাই এখনো গুঞ্জনের পর্যায়ে রয়েছে। এ বিষয়ে মুখে কুলুপ এঁটে রেখেছেন সারা।

Sara Ali Khan

প্রসঙ্গত, কেদারনাথ, উজ্জয়িনীর মহাকালেশ্বর, কামাখ্যা ধামের মতো মন্দিরে দর্শন করায় বহুবার মৌলবাদীদের রোষের মুখে পড়েছেন সারা আলি খান। কিন্তু এ বিষয়ে মুখ খুলে স্পষ্ট জবাব দিয়েছিলেন অভিনেত্রী। তিনি জানিয়েছিলেন, এই হিন্দু মন্দির, শক্তিপীঠ গুলিতে অদ্ভূত অনুভূতি হয় তাঁর। সেই শক্তির টানেই বারবার মন্দিরে ছুটে যান সারা।


Niranjana Nag
Niranjana Nag

সম্পর্কিত খবর