এবার ভরা আদালতে ছোঁড়া হল বিচারককে জুতো। এদিন দুপুরে নগর দায়েরা আদালতে বিচারকের উদ্দেশ্যে জুতো ছুঁড়ে মারল আইএস জঙ্গি মুসা। জুতো ছোঁড়ার আগে তার মুখে ছিল আল্লার নাম। সে বলে,” আমার বিচার আল্লা করবে। আপনার বিচার করার কোন অধিকার নেই।” ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়ায় আদালত কক্ষে।
দুপুর ঠিক সাড়ে বারোটা নাগাদ, নগর দায়েরা আদালতে মুখ্য বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ঘরে সেই সময়ে চলছিল সাক্ষ্যগ্রহণ। তার মধ্যেই হঠাৎ চিৎকার করে ওঠে এই মামলায় ধৃত আইএস জঙ্গি মুসা। মুসা বলে, ” আমার বিচার আল্লা করবে, মানুষ নয়।” এরপর সে বিচারকের উদ্দেশ্যে গালিগালাজ এবং অবমাননাকর মন্তব্য শুরু করে। বলে, ” আপনার বিচার করার কোন অধিকার নেই।” শুধু তাই নয়, আত্মহত্যার হুমকিও দেয় এই আইএস জঙ্গি মুসা। এরপরই বিচারকের উদ্দেশ্যে জুতো ছুঁড়ে মারে ওই ধৃত জঙ্গি, যা গিয়ে লাগে সোজা এক আইনজীবীর গায়ে। তৎক্ষণাৎ পুলিশ তাকে ধরে ফেলে, এবং তাকে লকআপে নিয়ে যায়।
শুধু এবারই নয়, এর আগেও মুসার বিরুদ্ধে বিচারাধীন থাকা অবস্থায় বিভিন্ন অভিযোগ উঠেছে। কিছুদিন আগে ২০১৭ সালে আলিপুর সেন্ট্রাল জেলে থাকাকালীন সেখানকার এক ওয়ার্ডেনের সঙ্গে তার বচসা হয়। সেই বচসা হাতাহাতি অবধি গরায় এবং মুসা সেই ওয়ার্ডেনের গলা টিপে হত্যা করার চেষ্টা করে। এরপর, ২০১৯-এ জানুয়ারীতেও একই ঘটনা আবার ঘটে। প্রেসিডেন্সি জেলে থাকাকালীনও সেখানকার এক ওয়ার্ডেনকে গলায় ছুরি চালিয়ে হত্যা করার চেষ্টা করে মুসা। অল্পের জন্য প্রানে বেঁচে যান ওই ওয়ার্ডেন।
এতেই শেষ নয়, এক সপ্তাহ আগে, আদালতের ভিতর রুটি নিয়ে প্রবেশ করার চেষ্টা করে মুসা, তবে সেবারও বিফল হয়। তবে এই ঘটনায়ও চাঞ্চল্য ছড়ায় আদালত চত্বরে। সেই সময়ে মুসা দাবি করে, যে সে খাবারের মান বিচারককে বোঝানোর জন্য পকেটে করে রুটি নিয়ে এসেছে।