বাংলাহান্ট ডেস্ক : টেলিপাড়ায় কোনও কিছুই চিরস্থায়ী নয়। একটি সিরিয়াল (Serial) শুরু হওয়া মানে একসময় না একসময় তা শেষ হবেই। তা সে যতই জনপ্রিয় হোক না কেন। বর্তমানে মেগা সিরিয়ালের সংজ্ঞা বদলে দিয়ে ধারাবাহিকগুলি কয়েক মাসেই শেষ হয়ে যাচ্ছে। এর মধ্যে হাতে গোনা কিছু সিরিয়ালই (Serial) রয়েছে যা এক বছর পূর্ণ করতে পারছে।
নতুন সিরিয়ালে (Serial) ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী?
স্টার জলসার এমনই একটি সিরিয়াল শেষ হয়েছে সম্প্রতি। ভালো টিআরপি থাকা সত্ত্বেও বছর ঘুরতেই ইতি টানা হয়েছে গল্পে (Serial)। তবে নায়ক নায়িকার মধ্যে রসায়ন কিন্তু এখনও একটুও ফিকে হয়নি। অনস্ক্রিন ছাড়িয়ে অফস্ক্রিনেও তাঁদের জুটি হেডলাইন তৈরি করেছে। আর এবার নতুন গুঞ্জন, নতুন ধারাবাহিক নিয়ে ফিরছেন নায়িকা।

কে থাকছেন নায়ক হিসেবে: কথা হচ্ছে জলসার জনপ্রিয় মেগা ‘কথা’ নিয়ে। মাস খানেক আগেই শেষ হয়েছে এই সিরিয়াল। তবে ধারাবাহিক (Serial) শেষ হলেও দুর্দান্ত রসায়নের দৌলতে এখনও চর্চায় রয়েছেন সাহেব সুস্মিতা। তবে এবার টেলিপাড়ায় জল্পনা, নতুন সিরিয়ালের (Serial) হাত ধরে ফিরছেন সুস্মিতা। তবে এবার আর সাহেব নয়, তাঁর বিপরীতে থাকছেন ভিন্ন মুখ।
আরও পড়ুন : এবার পোস্ত দিয়ে হোক মিষ্টিমুখ, শীতে স্বাদবদল করতে রইল একেবারে ইউনিক হালুয়ার রেসিপি
কী জানালেন সুস্মিতা: সত্যিই কি নতুন সিরিয়ালে (Serial) ফিরছেন ‘কথা’? সংবাদ মাধ্যমকে সুস্মিতা বলেন, আগের সিরিয়ালের রেশই কাটেনি এখনও। এর মধ্যেই নতুন সিরিয়াল (Serial) কীভাবে শুরু করবেন? অভিনেত্রী জানান, আপাতত তিনি পুরোপুরি ছুটির মুডে। ঘুমাচ্ছেন, সিনেমা দেখছেন, ঘুরতে যাচ্ছেন, এভাবেই কাটছে দিন।
আরও পড়ুন : বুকে চাপ ব্যথা, কাঁপুনি দিয়ে জ্বর, তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হল ‘আর্য’ জিতুকে!
সঙ্গে অবশ্য রয়েছে স্টেজ শোও। আর সেখানেই তাঁর সঙ্গে দেখা যাচ্ছে সাহেবকে। প্রেমের জল্পনার প্রসঙ্গ উঠতেই সুস্মিতার জবাব, দর্শকরা তাঁদের জুটি পছন্দ করেছেন। বাস্তবেও তাঁদের এমন ভাবেই দেখতে চান তাঁরা। তবে সুস্মিতা জানান, আপাতত তিনি কাজের বাইরে আর কিছুই ভাবছেন না।













