বাংলাহান্ট ডেস্ক : পুজোর আগে পরে শুধুই সিরিয়াল (Serial) শেষ হওয়ার ধুম। বিভিন্ন চ্যানেলে একের পর এক ধারাবাহিক শেষ হচ্ছে। টিআরপি ভালো থাকা সত্ত্বেও কাঁচি পড়ছে সিরিয়ালের গল্পে। এবার স্টার জলসার আরেকটি অত্যন্ত জনপ্রিয় সিরিয়াল নিয়ে শুরু হল নতুন গুঞ্জন। দর্শক মহলে তীব্র গুঞ্জন, সিরিয়ালটি (Serial) নাকি শেষ হয়ে যেতে পারে।
স্টার জলসার সিরিয়ালে (Serial) বড় মোড়
কথা হচ্ছে ‘চিরসখা’ ধারাবাহিক নিয়ে। ভিন্ন ধরণের গল্প দেখিয়ে অচিরেই দর্শকদের মনে পাকাপাকি জায়গা করে নিয়েছে কমলিনী আর স্বতন্ত্র। টিআরপি তালিকায় প্রতি সপ্তাহে চোখে পড়ে চিরসখার (Serial) দাপট। কিন্তু টপ টিআরপি থাকা সত্ত্বেও নাকি শেষ হয়ে যেতে বসেছে সিরিয়ালটি, এমনই গুঞ্জন ছড়িয়ে পড়েছে দর্শক মহলে। কিন্তু কেন?
কী চলছে গল্পে: আসলে সম্প্রতি সিরিয়ালে (Serial) চাঞ্চল্যকর মোড় এসেছে। কমলিনী আর স্বতন্ত্রর মাঝে ঢুকে পড়েছে পার্বতী। আর দর্শকদেরও হকচকিয়ে দিয়ে পার্বতীকে বিয়ে করে বসেছে স্বতন্ত্র। আর এতেই চমকিত দর্শকরা। এমন করে কমলিনীকে (Serial) ছেড়ে ‘নতুন ঠাকুরপো’ যে সত্যি সত্যিই পার্বতীকে বিয়ে করে ফেলবে তা ভাবতে পারেননি অনেকেই।
আরও পড়ুন : খোদ দেবীই দিয়েছিলেন ইঙ্গিত! উত্তম কুমারের লক্ষ্মীপুজো শুরুর পেছনে রয়েছে এক ‘অলৌকিক’ কাহিনি
কী বলছে দর্শকরা: গল্পে নতুন মোড় দেখে অনেকে মন্তব্য করেছেন, নির্মাতারা কি সিরিয়ালটি (Serial) শেষ করে দেওয়ার চেষ্টা করছেন? আরেকজন লিখেছেন, গল্পটি এমন ভাবে ঘুরে যাক তা তারা চান না। পার্বতীকে কেন ঢোকানো হল দুজনের মাঝে! ক্ষুব্ধ দর্শকরা। তবে এ বিষয়ে কোনও মন্তব্য করেননি নির্মাতারা।
আরও পড়ুন : বিদায় নিয়েছেন শোবিজ দুনিয়া থেকে, আলিয়া-দীপিকাকে ছাপিয়ে দেশের সর্বোচ্চ ধনী নায়িকা ইনিই
এর আগেও বিতর্কে জড়িয়েছে চিরসখা। প্লুটোর মৃত্যু নিয়ে সিরিয়ালের পাশাপাশি বাস্তবেও উঠেছিল আলোচনার ঝড়। অনেকেই মেনে নিতে পারেননি প্লুটোর মৃত্যুটা। সিরিয়াল (Serial) নির্মাতারাও পড়েছিলেন ক্ষোভের মুখে। এবার ফের পার্বতীকে নিয়ে বিতর্কের মুখে পড়ল চিরসখা।