নতুন বছরে নতুন জুটি, গোয়াতে একসঙ্গে বর্ষবরণ, প্রেম করছেন বিজয় দেবেরাকোণ্ডা-রশ্মিকা মন্দানা!

বাংলাহান্ট ডেস্ক: নতুন বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বিনোদন জগতেও নতুন জুটির গুঞ্জন। দক্ষিণী ইন্ডাস্ট্রির অভ‍্যন্তরে কানাঘুঁষো, সম্পর্কে জড়িয়েছেন বিজয় দেবেরাকোন্ডা (vijay deverakonda) ও রশ্মিকা মন্দানা (rashmika mandana)। বছরের শেষ দিনটা একসঙ্গে গোয়ায় কাটিয়েছেন দুজনে। সেখান থেকেই স্বাগত জানিয়েছেন নতুন বছরকে।

একসঙ্গে গীত গোবিন্দম এবং ডিয়ার কমরেড ছবিতে কাজ করেছেন তাঁরা। মাঝে মধ‍্যেই একসঙ্গে সময় কাটাতে দেখা যায় দুজনকে। কিছুদিন আগেই ডিনারের পর একই গাড়িতে উঠে যেতে দেখা গিয়েছিলেন অভিনেতা অভিনেত্রীকে। এছাড়াও জিমের বাইরেও একসঙ্গে পাপারাৎজির লেন্সবন্দি হয়েছেন দুজন। যদিও একে অপরকে ভাল বন্ধু বলেই দাবি করে এসেছেন তাঁরা বরাবর।

rashmika mandanna vijay deverakonda geetha govindam 3 years
আপাতত দুজনই আলাদা আলাদা ছবি নিয়ে ব‍্যস্ত। ক্রিসমাসের আগেই মুক্তি পেয়েছে রশ্মিকা মন্দানা অভিনীত ‘পুষ্পা’। তাঁর বিপরীতে রয়েছেন আল্লু অর্জুন। সিঙ্গল স্ক্রিন গুলিতে খুবই ভাল ব‍্যবসা করেছে এই ছবি। উল্লেখ‍্য, মুক্তির পরপরই কিন্তু কড়া প্রতিপক্ষের মুখে পড়তে হয়েছিল পুষ্পাকে।

হলিউডে ‘স্পাইডার ম‍্যান: নো ওয়ে হোম’, বলিউডে ‘৮৩’ এবং তেলুগুতে আরো একটি ছবি ‘শ‍্যাম সিংহ রয়’ এর সঙ্গে প্রতিযোগিতা করেই এমন ভাল পারফরম‍্যান্স করেছে পুষ্পা। এখনো পর্যন্ত সব ভাষার ডাবিং মিলিয়ে সারা দেশে ২০০ কোটির মাইল ফলক ছুঁয়ে ফেলেছে পুষ্পা।

Untitled design 97 1
তেলুগু ছাড়াও হিন্দিতেও ডাবিং হয়েছে ছবিটির। আর বিস্ময়কর ভাবে হিন্দিতেই দারুন ব‍্যবসা করেছে ছবি। আল্লু অর্জুন ছাড়াও এই ছবিতে রয়েছে রশ্মিকা মন্দানা, ফাহাদ ফাসিল, ধনঞ্জয়, সুনীল সহ আরো তাবড় অভিনেতা অভিনেত্রীরা। ছবিতে একটি আইটেম গানে নেচেছেন সামান্থা রুথ প্রভু। গান এবং তাঁর নাচ নিয়েও কম চর্চা হয়নি।

অপরদিকে সম্প্রতি প্রকাশ‍্যে এসেছে বিজয় দেবেরাকোন্ডা ও অনন‍্যা পাণ্ডে অভিনীত ‘লাইগার’ ছবির টিজার। ছবিতে একজন এম এম এ ফাইটারের চরিত্রে অভিনয় করেছেন বিজয়। টিজারটি বেশ প্রশংসিত হয়েছে দর্শক মহলে।

Niranjana Nag

সম্পর্কিত খবর