বাংলা হান্ট ডেস্ক: এ পাতে পড়া চিকেন তন্দুরি কিংবা ছানার ডালনার কথা হচ্ছেনা।উঠছে জলের কথা।জল-ও নাকি নিরামিষ হতে হবে! আমরা বলছি না, নিজেদের বিজ্ঞাপনে এমনই দাবি করছে প্রেস্টিজ (Prestige)। সংস্থার দাবি, জলেরও আমিষ-নিরামিষ ধরন হয়। এবং তারা ‘সম্পূর্ণ নিরামিষ’ (Pure Vegetarian) জল দিচ্ছে বলে দাবি সংস্থার।
প্রসঙ্গত প্রেস্টিজের মার্কেটিং বিভাগের তরফে জানানো হয়েছে, ‘যে জলে ব্যাকটেরিয়া ও ভাইরাস থাকে- তাকেই আমিষ জল বলা হচ্ছে। তবে প্রেস্টিজের লাইফস্ট্র ব্যবহার করে জলকে ব্যাকটেরিয়া-ভাইরাস মুক্ত করা সম্ভব।
এই কারণেই নিরামিষ জল বলা হচ্ছে।সংস্থা বিজ্ঞাপনের স্বার্থে নিরামিষ জল বলে দাবি করলেও তা মানতে নারাজ নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় এই বিজ্ঞাপন নিয়ে পড়ে হইচই।