জল আমিষ না নিরামিষ!কেন উঠল এমন প্রশ্ন?

 

বাংলা হান্ট ডেস্ক: এ পাতে পড়া চিকেন তন্দুরি কিংবা ছানার ডালনার কথা হচ্ছেনা।উঠছে জলের কথা।জল-ও নাকি নিরামিষ হতে হবে! আমরা বলছি না, নিজেদের বিজ্ঞাপনে এমনই দাবি করছে প্রেস্টিজ (Prestige)। সংস্থার দাবি, জলেরও আমিষ-নিরামিষ ধরন হয়। এবং তারা ‘সম্পূর্ণ নিরামিষ’ (Pure Vegetarian) জল দিচ্ছে বলে দাবি সংস্থার।

 

প্রসঙ্গত প্রেস্টিজের মার্কেটিং বিভাগের তরফে জানানো হয়েছে, ‘যে জলে ব্যাকটেরিয়া ও ভাইরাস থাকে- তাকেই আমিষ জল বলা হচ্ছে। তবে প্রেস্টিজের লাইফস্ট্র ব্যবহার করে জলকে ব্যাকটেরিয়া-ভাইরাস মুক্ত করা সম্ভব।

9d257 img 20190622 wa0027

এই কারণেই নিরামিষ জল বলা হচ্ছে।সংস্থা বিজ্ঞাপনের স্বার্থে নিরামিষ জল বলে দাবি করলেও তা মানতে নারাজ নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় এই বিজ্ঞাপন নিয়ে পড়ে হইচই।


সম্পর্কিত খবর