বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের (India National Cricket Team) নতুন কোচ কে হবেন তা নিয়ে বিগত কয়েক সপ্তাহ ধরে চলছে তুমুল জল্পনা। যদিও, এটাও জানা যাচ্ছে যে ভারতীয় দলের নতুন কোচ হওয়ার দৌড়ে এখন সবথেকে বেশি এগিয়ে রয়েছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। এমতাবস্থায়, এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, গৌতম গম্ভীর তাঁর সাপোর্ট স্টাফদের নিয়ে কিছু দাবি জানিয়েছেন।
প্রসঙ্গত উল্লেখ্য যে, রাহুল দ্রাবিড়ের কোচিং স্টাফের মধ্যে, বিক্রম রাঠোর ব্যাটিং কোচের দায়িত্ব সামলাচ্ছেন। বোলিং কোচের দায়িত্ব পালন করছেন পারস মামব্রে। পাশাপাশি, টি দিলীপ হলেন ফিল্ডিং কোচ। এদিকে, গৌতম গম্ভীর ছাড়াও ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন কোচ ডব্লিউভি রমনেরও ইন্টারভিউ নেওয়া হয়েছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার কামরান আকমল গৌতম গম্ভীরের প্রতি সমর্থন জানিয়েছেন।
জাহির অথবা নেহরাকে করা হোক বোলিং কোচ: শুধু তাই নয়, কামরান আকমল বিশ্বাস করেন যে গৌতম গম্ভীরের প্রাক্তন সতীর্থ জাহির খান অথবা আশিস নেহরাকে পরবর্তী বোলিং কোচ হিসেবে নিয়োগ করা উচিত ভারতের। কামরান আকমল টাইমস অফ ইন্ডিয়ার সাথে একটি বিশেষ কথোপকথনে বলেছেন, “আমরা দীর্ঘদিন ধরে একসাথে ছিলাম। আমরা একসাথে খেলতাম, খাবার খেতাম, গল্প করতাম। মাঠে টক্করও হয়েছে। আমরা এখনও ভালো বন্ধু। গম্ভীরের প্রধান কোচ হওয়া উচিত এবং তিনি আশিস নেহরা বা জাহির খানকে বোলিং কোচ হিসেবে বেছে নিতে পারেন।”
ইন্টারভিউতে জিজ্ঞাসা করা ৩ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন: ক্রিকেট উপদেষ্টা কমিটি অর্থাৎ CaC চেয়ারম্যান অশোক মালহোত্রা এবং তাঁর সহকর্মী যতীন পরাঞ্জপে এবং সুলক্ষণ নায়েক বুধবার দ্বিতীয় রাউন্ডের ইন্টারভিউয়ের সময়ে গৌতম গম্ভীরকে ৩ টি কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন। যেখানে তাঁর কাছ থেকে জানতে চাওয়া হয় তিনি দলের কোচিং স্টাফ সম্পর্কে কী মনে করেন? ব্যাটিং ও বোলিং উভয় বিভাগে বয়স্ক খেলোয়াড়দের প্রতিস্থাপন করতে তাঁর কোনো পরিকল্পনা আছে কিনা এবং আইসিসি ট্রফি জেতার জন্য কি করা যেতে পারে?
আরও পড়ুন: পাল্টে গেল ট্যাক্স সম্পর্কিত এই ৮ টি নিয়ম! ITR ফাইল করার আগে না জানলে পড়বেন চরম দুর্ভোগে
গম্ভীরের নির্বাচন প্রায় নিশ্চিত: জানিয়ে রাখি যে, ভারতের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর সম্প্রতি কলকাতা নাইট রাইডার্স দলে মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এদিকে, বর্তমান ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়ের মেয়াদ আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজে চলা T20 বিশ্বকাপের পর শেষ হবে। এমতাবস্থায়, বোর্ডের কাছে গৌতম গম্ভীর ৫ টি শর্ত রেখেছেন বলেও জানা গিয়েছে। যার মধ্যে তিনি চেয়েছেন টিম ইন্ডিয়ার পুরো কন্ট্রোল। পাশাপাশি সাপোর্ট কোচিং স্টাফ নির্বাচনের স্বাধীনতা, সিনিয়র প্লেয়ারদের সুযোগ, টেস্টের জন্য পৃথক টিম এবং ২০২৭ সালের বিশ্বকাপের জন্য এখন থেকেই রোডম্যাপ তৈরি করা।