বাংলাদেশে কিছুতেই নিষিদ্ধ হবে না ইসকন! রিজ পিটিশন খারিজ করে কি জানাল হাইকোর্ট?

বাংলাহান্ট ডেস্ক : হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারিকে ঘিরে উত্তাল বাংলাদেশ (Bangladesh)। সেদেশে ইতিমধ্যেই উঠেছে হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠন ইসকন বন্ধ করে দেওয়ার দাবি। এই মামলায় হাইকোর্টে দাখিল করা হয়েছে রিজ পিটিশন। তবে সেই পিটিশন খারিজ করে দেওয়া হয়েছে আদালতের (Bangladesh) তরফে এবং স্পষ্ট জানানো হয়েছে, ইসকন নিষিদ্ধ করা যাবে না ।

ইসকন নিয়ে বড় রায় বাংলাদেশ (Bangladesh) হাইকোর্টে

উল্লেখ্য, আদালতে শুনানি চলাকালীন বাংলাদেশে (Bangladesh) ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানান আইনজীবী মনির উদ্দিন। কিন্তু পিটিশন খারিজ করে দিয়ে আদালতের তরফে জানানো হয়, ইসকনকে কোনো ভাবেই নিষিদ্ধ করা যাচ্ছে না! তবে শান্তিরক্ষায় যাবতীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে সরকারের তরফে। পাশাপাশি এদিন সরকারের কাছে প্রশ্ন রাখা হয়, হিংসা প্রতিরোধে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে। উত্তরে জানানো হয়, সিসিটিভি বসানো হয়েছে।

Isckon will not be banned on Bangladesh

কী জানাল বিচারপতিদের বেঞ্চ: বাংলাদেশে (Bangladesh) ইসকন নিষিদ্ধ করার দাবির বিষয়ে হাইকোর্টে বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর বেঞ্চ জানায়, ইসকন নিষিদ্ধ করা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে দেশের সরকার। এর মধ্যে আদালতের হস্তক্ষেপ উচিত নয়। অন্যদিকে রাষ্ট্রের আইনজীবী জানান, ইসকনের বিষয়ে সরকারের কড়া অবস্থান রয়েছে। বাংলাদেশের (Bangladesh) মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে, এমনটাই জানানো হয় হাইকোর্টের তরফে।

 আরো পড়ুন : অবশেষে দীর্ঘ জল্পনার অবসান! NIH-এর নয়া ডিরেক্টর হিসেবে কলকাতার জয়কেই বাছলেন ট্রাম্প

সন্ন্যাসীর গ্রেফতারির পরেই ইসকন নিষিদ্ধের দাবি: হিন্দু সন্ন্যসী  চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির পরেই ওপার বাংলায় (Banlmgladesh) ইসকন নিষিদ্ধ করার দাবি ওঠে। চট্টগ্রামের নিউমার্কেট মোড়ের স্বাধীনতা স্তম্ভে জজাতীয় পতাকা অবমাননার অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাঁকে। বাংলাদেশ (Bangladesh) সম্মিলিত সনাতনী জাগরণ জোটের প্রতিনিধি এবং বাংলাদেশের একজন নাগরিক হিসেবে দেশে সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয় নিয়ে সরব ছিলেন তিনি। 

আরো পড়ুন : ছোট ফ্ল্যাটে মানুষ করেছিলেন বাবা মা, ‘এতটা কষ্ট…’, পুরনো কথা মনে করে কেঁদে ভাসালেন রচনা

চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসের অনুগামীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী এবং আইনজীবীদের সংঘর্ষে একজন আইনজীবী হত্যার বিষয়েও এদিন প্রশ্ন ওঠে আদালতে। সরকারের তরফে আইনজীবী জানান, সিসিটিভি বসানো হয়েছে। সেই ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর