বাংলাহান্ট ডেস্কঃ বাংলায় দ্বিতীয় দফার ভোট পর্ব মিটতেই শাসক-বিরোধী সব শিবিরই ঝাঁপিয়ে পড়েছে নির্বাচনী প্রচারে। আর আগামীকাল অর্থাৎ ৬ এপ্রিল এ রাজ্যে ভোট তৃতীয়া। তাকে কেন্দ্র করে ভোটপ্রচার আরও সরগরম হয়ে উঠেছে। সেখান থেকেই উঠে আসছে একেরপর এক রাজনৈতিক হিংসার খবর। কোথাও প্রার্থীকে উদ্দেশ্য করে ইট ছোঁড়া তো কোথাও প্রার্থীর বিরুদ্ধেই আবার গৃহবধূকে হেনস্থার অভিযোগ। সবমিলিয়ে নির্বাচনী প্রচার থেকে আন্দাজ করাই যায় যে একুশে লড়াই প্রেস্টিজ ফাইটের।
তবে এবার হাড়োয়ার (Harua) সংযুক্ত মোর্চা সমর্থিত আইএসএফ প্রার্থী (ISF Candidate) কুতুবউদ্দিন ফতেহির প্রচার ঘিরে রীতিমত বেঁধে যায় ধুন্ধুমার কাণ্ড। প্রার্থীকে লক্ষ করে জুতো-ঝাঁটা দেখিয়ে বিক্ষোভ, গো ব্যাক স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে শাসকদলের (TMC) বিরুদ্ধে। এমনকি তাঁকে রাস্তায় ফেলে মারধর করা হয় বলেও অভিযোগ ওঠে। যা নিয়ে রীতিমত শোরগোল পড়ে যায় গোটা এলাকায়।
জানা গিয়েছে, সংযুক্ত মোর্চা সমর্থিত আইএসএফ প্রার্থী কুতুবউদ্দিন ফতেহি (Kutubuddin Fatehi) এদিন শাসন ও বেলেঘাটা এলাকায় প্রচারে বেরিয়ে ছিলেন। সেখানেই ঘটে বিপত্তি। কালো পাতাকা, জুতো-ঝাঁটা দেখানো থেকে গো-ব্যাক স্লোগান ওঠে। এমনকি প্রার্থীকে রাস্তায় ফেলে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে কুতুবউদ্দিন ফতেহি রাস্তায় শুয়ে প্রতিবাদ করেন বলে খবর।
অন্যদিকে এহেন কাণ্ডে শাসকদল তৃণমূলের দাবি, ৩৪ বছরের বাম রাজত্বে যারা এলাকায় অত্যাচার চালিয়েছে, তাঁদেরকে নিয়ে এসে প্রচার চলছে। তাই প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। তবে এ বিষয়ে আইএসএফ-র তরফে এখনও অবধি কোনও প্রতিক্রিয়া মেলেনি।