IPL 2023-এ আরও এক বাঙালি ক্রিকেটার? সুযোগ তৈরি করলেন সৌরভ

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আইপিএলে (IPL 2023) এই মুহূর্তে মাত্র দুজন বাঙালি ক্রিকেটার নিয়মিত খেলার সুযোগ পাচ্ছেন। আর বাংলার ঘরোয়া ক্রিকেটের দলের সঙ্গে যুক্ত আছেন এমন ক্রিকেটার হিসেবে যদি বিচার করা হয় তাহলে সেই সংখ্যাটা দাঁড়াবে ৪। এর মধ্যে দুজন বাঙ্গালী ক্রিকেটার হলেন গুজরাট টাইটান্সের (Gujrat Titans) ওপেনার ও উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha) এবং রিশভ পন্থের অনুপস্থিতিতে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) দলের সুযোগ পাওয়া অভিষেক পোড়েল (Abhishek Porel)। বাকি যে দুজন বাংলা রঞ্জি দলের ক্রিকেটার এই আইপিএলের মাঠে নামার সুযোগ পাচ্ছেন তারা হলেন আরসিবির আকাশদীপ এবং দিল্লি ক্যাপিটালসের মুকেশ কুমার।

কিন্তু এবার সবকিছু যদি ঠিকঠাক ভাবে যায় তাহলে আরও এক বাঙালি ক্রিকেটারকে দেখা যেতে পারে আইপিএলের মঞ্চ। তিনি হলেন অভিষেক পোড়েলেরেই সাথে বাংলা রঞ্জি দলে খেলা ফাস্ট বোলার ঈশান পোড়েল (Ishan Porel)। বাংলার ক্রিকেট প্রেমীদের কাছে নামটা অবশ্যই একেবারেই নতুন নয়। শুভমান গিলের সঙ্গে ২০১৮ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছেলের তিনি।

porel brothers

তারপর প্রতি ঘরোয়া মরশুমে তিনি বাংলার জার্সিতে দুর্দান্ত এবং ধারাবাহিক পারফরম্যান্স করে চলেছেন। আইপিএলের মঞ্চেও তিনি একেবারে নতুন নন। ২০২১ সালে মাঠে নামার ও সুযোগ পেয়েছিলেন মিলিয়ন ডলার লিগে। কিন্তু দুর্ভাগ্যবশত তিনি পাঞ্জাব কিংস দলের সঙ্গে যুক্ত ছিলেন যারা ঈশানের বদলে নিজেদের রাজ্যের ক্রিকেটার অর্শদীপ সিংকে ধারাবাহিকভাবে সুযোগ দিয়ে গিয়েছেন এবং তরুণ বাঁ-হাতি পেসারও তাদের হতাশ করেননি।

যদিও ঈশানের এখনো আইপিএলে নামা নিশ্চিত নয়। দিল্লি ক্যাপিটালস তাকে ট্রায়ালে ডেকে পাঠিয়েছে। ট্রায়ালের উদ্দেশ্যে তিনি দিল্লি উড়ে গিয়েছেন। সেখানে ম্যানেজমেন্টকে প্রভাবিত করতে পারলে তবেই সুযোগ পাবেন তাদের স্কোয়াডে যুক্ত হওয়ার। সেক্ষেত্রে নিজের রাজ্য দলের দুই সতীর্থ অভিষেক এবং মুকেশের সঙ্গে এক দলে খেলতে পারবেন তিনি।

অনেকেই মনে করছেন এর পেছনে সৌরভ গাঙ্গুলীর একটা পরোক্ষ অবদান রয়েছে। বিসিসিআইয়ের সভাপতির পথ হারানোর পর বর্তমানে তিনি আইপিএলে এই বিশেষ ফ্র্যাঞ্চাইজির ডিরেক্টর অফ ক্রিকেট পদে রয়েছেন। অনেকেই মনে করছেন যে অভিষেক পোড়েল পন্থের বদলে সুযোগ পাওয়ার পেছনে তার বড় অবদান রয়েছে। তবে এই মুহূর্তে টানা চার ম্যাচ হেরে বেশ কিছুটা বেকায়দায় রয়েছে দিল্লি। শেষ পর্যন্ত সুযোগ পেলে নিজের সেরাটা দিতে হবে ঈশানকে।

 


Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর