করতেন অতিরিক্ত পূজাপাঠ! “তুই বেঁচে আছিস কেন?”, ভারতীয় সতীর্থদেরই বিরক্তির শিকার এই ক্রিকেটার

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সম্প্রতি একটি সাক্ষাৎকারে এসে ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) ড্রেসিংরুমের অনেক মুখরোচক গল্প সকলের সামনে তুলে ধরেছেন অভিজ্ঞ ভারতীয় পেসার ইশান্ত শর্মা (Ishant Sharma)। গত আইপিএলে (IPL 2023) তিনি প্রমাণ করেছেন যে এখনো বুড়ো হাড়ে ভেলকি দেখাতে পারেন তিনি। কিন্তু ভারতীয় দলে তার প্রত্যাবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে।

এমন অবস্থায় নিজের কেরিয়ার চলাকালীন নিজের দলের সতীত্বদের সম্পর্কে কিছু মজার মজার তথ্য প্রকাশ্যে এনেছেন ইশান্ত। তার মধ্যে একটি ঘটনা ভারতীয় টেস্ট দলের তারকা ক্রিকেটের চেতেশ্বর পূজারাকে নিয়ে। এই তারকা ব্যাটার পরিচিত ভারতীয় দলের গুড বয় হিসেবে। এবার জেনে নেওয়া যাক তার সম্পর্কে কোন মজার তথ্যটি প্রকাশ করেছেন তার সতীর্থ।

একসময় একটি সাক্ষাৎকারে বিরাট কোহলিও জানিয়েছিলেন যে পূজারা অত্যন্ত আধ্যাত্বিক প্রকৃতির মানুষ। তিনি সবসময় ঠাকুর-দেবতায় বিশ্বাস করেন এবং সেই সংক্রান্ত রীতিনীতি মন থেকে পালন করে থাকেন। ঈশান্ত পূজারাকে সামনাসামনি চেনেন অনূর্ধ্ব ১৯ দলের হয়ে ক্রিকেট খেলার সময় থেকে। বিরাট কোহলির সেই বক্তব্যকে সমর্থন করে কিছু ঘটনার কথা উল্লেখ করেছেন তিনি।

pujara b

ইশান্ত বলেছেন, “পুজি (পুজারা) শুরু থেকেই এমনই ছিলেন। অনূর্ধ্ব ১৯ দলের হয়ে খেলার সময় জাতীয় ক্রিকেট অ্যাকাডেমীর দিন থেকে তিনি সকালে উঠে পুজো করতেন এবং উপবীত ধারণ করতেন। তিনি এখনও এমনটাই করেন. আপনি যদি তাকে কিছু দুষ্টু জিনিষ জিজ্ঞাসা করেন, তাহলে তিনি বলবেন, ‘না এটা ভুল, আমি এমন কাজ করি না’। ওর এই অতিরিক্ত আচার পালনের প্রবণতার জন্য আমরা মাঝে মাঝে ওকে বলতাম, ‘ভাই বেঁচে আছিস কেন!’ সময়ের সাথে সাথে আমরা বুঝতে পেরেছি যে জীবনে ঠাকুর দেবতার প্রতি ভক্তি থাকাটা কতটা প্রয়োজনীয়। কিন্তু ও শুরুর দিন থেকেই এরকম ছিল।”

যদিও চেতেশ্বর পূজারা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে হতাশাজনক পারফরম্যান্স করার পর ভারতীয় দল থেকে বাদ পড়েছেন। ভারতের বেশিরভাগ ব্যাটার সেই ফাইনালে অস্ট্রেলিয়ার বোলিংয়ের বিরুদ্ধে ব্যর্থ হলেও কোপ পড়েছে শুধু তার ওপরই। এমন পরিস্থিতি থেকে ঠাকুর দেবতার প্রতি অত্যন্ত শ্রদ্ধা রাখা পুজারা কি ফির একবার ৩৫ বছর বয়সে ভারতীয় দলে প্রত্যাবর্তন করতে পারবেন? উত্তর দেবে সময়।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর