ধৃত ISIS জঙ্গি আবু ইউসুফের মায়ের স্বীকারোক্তি, তিন বছর ধরে বিস্ফোটক বানাচ্ছিল ছেলে

বাংলা হান্ট ডেস্কঃ দিল্লীতে ধৃত বলরামপুরের ISIS এর সন্দেহভাজন জঙ্গি আবু ইউসুফের (Abu yusuf) মা চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন। উনি বলেন, রাম মন্দিরের ভূমি পুজো নিয়ে তাঁর কোন লেনাদেনা ছিল না। জঙ্গির মা জানান, মন্দিরের ভূমি পুজোর প্রস্তুতি তো কিছুদিন আগে শুরু হয়েছিল, আর ইউসুফ তিন বছর আগে থেকে বিস্ফোটক বানানোর কাজ শুরু করেছিল।

abu usuf mother

আবুর মা বলেন, সে সবসময় বলত যদি অযোধ্যায় মসজিদ হলে সেখানে ইবাদত করতে কে যাবে? ওর মন্দির-মসজিদ নিয়ে কোন লেনাদেনা ছিল না। উনি বলেন, আবু সবমসময় বাড়িতে তাঁর মোবাইল নিয়ে ব্যস্ত থাকত। আবুর মা দিল্লী পুলিশের স্পেশ্যাল সেলের সামনে বলেন, আবু ইউটিউবে সবসময় উসকানিমূলক ভিডিও দেখত আর সেটা থেকে প্রভাবিত হয়ে তিন বছর ধরে বিস্ফোটক বানানোর কাজ শুরু করেছে।

abu

জঙ্গির মা জানান, সেই সময় বুঝতে পারিনি যে ওর লক্ষ্য এতটা ভয়ানক ছিল। ২০১০ এ সৌদি আরব থেকে ফেরত আসার পরই আবু জঙ্গির রাস্তায় হাঁটা শুরু করে। আবুর মা এও বলেন যে, ও কারোর সাথে বেশি কথা বলত না। ২০১০ সালে সৌদি থেকে ফেরত আসার পর থেকেই তাঁর জীবন কট্টরতায় ভরে যায়। আর এই কারণে গোটা গ্রামের মানুষ আবুর পরিবারের থেকে দূরে দূরে থাকত।

আবুর প্রতিবেশী জানান, ওঁদের সাথে সমস্ত পাড়া পরশি সম্পর্ক ছিন্ন করেছিল। বিয়ে হোক আর অন্য উৎসব আবুর পরিবারকে কেও আমন্ত্রণও করত না। আরেক প্রতিবেশী জানান, আবুর কারণেই গ্রামের সবাই আবুর পরিবারের থেকে দূরে থাকত।

একদিন আগে আবুর স্ত্রী আয়েশার বয়ানও সামনে এসেছে। আয়েশাও স্বীকার করেছে যে আবু বহু বছর ধরেই এই জঙ্গির রাস্তায় চলছে। এমনকি আয়েশা বারবার বোঝানো এবং সন্তানদের দোহাই দেওয়ার পরেও আবু স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায়নি। তবে আয়েশা এও বলেছিল যে, আবু যখন সব দোষ স্বীকার করেই নিয়েছে এবার ওকে ক্ষমা করে দেওয়া হোক। সবথেকে অবাক করা বিষয় হল, ২০১০ এর পর থেকে আবু কট্টরপন্থীদের রাস্তায় হাঁটার পর অথবা তিন বছর ধরে বিস্ফোটক বানানোর কাজ শুরু করার পরেও পরিবারের কেউ পুলিশে এই বিষয়ে অভিযোগ করেন নি।


Koushik Dutta

সম্পর্কিত খবর