দোষ স্বীকার করেছে এবার ক্ষমা করে দাও! বললেন দিল্লীতে ধৃত সন্দেহভাজন ISIS জঙ্গির স্ত্রী

বাংলা হান্ট ডেস্কঃ দিল্লী থেকে গ্রেফতার আইএসআইএস (ISIS) এর সন্দেহভাজন জঙ্গি আবু ইউসুফের (Abu Yusuf) গ্রেফতারির পর তাঁর স্ত্রী জানায়, অনেক বুঝিয়েছি এরকম করতে না। স্ত্রী আয়েশা জানায়, আমি আমাদের সন্তানদেরও দোহাই দিয়ে আটকানোর চেষ্টা করেছি। বলেছিলাম সব বরবাদ হয়ে যাবে। কিন্তু সে শোনেনি। এবার নিজের দোষ স্বীকার করে নিয়েছে। দয়া করা তাঁকে ক্ষমা করে দিন।

সাংবাদিকদের সন্দেহভাজন ISIS জঙ্গির স্ত্রী আয়েশা বলে, আবু ইউসুফ টেলিগ্রামের মাধ্যমে কয়েকজন জঙ্গির সাথে যুক্ত ছিল। শনিবার পুলিশ তাঁর বাড়ি থেকে দুটি জ্যাকেট, বারুদ, এবং বিস্ফোটক সামগ্রী উদ্ধার করে। আয়েশা বলে, আমি অনেক বুঝিয়েছি, অনেকবার বলে এই রাস্তা ছেড়ে দাও। আমি এও বলেছি, তুমি যদি এরকম করতে থাক তাহলে আমাদের বাচ্চা আমাদের পরিবার সব ধুলোয় মিশে যাবে। কিন্তু সে শোনেনি।

আয়েশা জানায়, আবু ইউসুফ ইউটিইউবে ভিডিও উস্কানিমূলক ভিডিও দেখত। আয়েশা বলে, সে নিজের ভুল স্বীকার করেছে। এবার তাঁকে ক্ষমা করে দিন। শুক্রবার বাড়ি থেকে লখনউ যাওয়ার জন্য বেরিয়েছিল আবু। আর যাওয়ার সময় প্রেসার কুকার নিয়ে গেছিল।

আবুর স্ত্রী জানায়, সে টেলিগ্রামের মাধ্যমে জঙ্গিদের সাথে যুক্ত ছিল। ISIS এর ইশারায় বোম বানাত। ২০০৫ এ ৬ মাসের জন্য টুরিস্ট ভিসায় দুবাই গেছিল। সেখান থেকে ফিরে কিছুদিন হায়দ্রাবাদে ছিল। ২০০৬ থেকে ২০১১ পর্যন্ত  সৌদি আরবে ছিল সে। ২০১১ সালে আয়েশার সাথে বিয়ে হয় তাঁর। ২০১৫ সালে ১৫ দিন কাতারে কাজ করেছিল। কাটার থেকে ফিরে এসে উত্তরাখণ্ডে গিয়ে দুর্ঘটনা শিকার হয় আবু। এরপর সে একটি কসমেটিকের দোকান খোলে। সে দোকানে সময় না দিয়ে ইউটিউবে উসকানি মূলক ভিডিও দেখত। আর তখন থেকেই তাঁর মাথায় এসব ঢুকেছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর