নর্দমায় ভাসছে হাজার হাজার টাকা! কুড়োতে হুড়োহুড়ি পড়ে গেল এলাকায়

বাংলাহান্ট ডেস্কঃ শাস্ত্রে বলে অর্থই অনর্থের মূল কারন। কিন্তু সে বাক্যে আমল দেয় কজন। অর্থলাভের কোনো সুযোগই কোনো মানুষ ছাড়ে না। চুরি থেকে মানব পাচার অর্থলাভের জন্য যে কোনো খারাপ কাজে নেমে পড়তে পড়তে পারেন অনেকেই। আর এহেন অর্থ যদি ড্রেনের জলে ভেসে আসে? স্বাভাবিক ভাবেই তা যেতে দেবেন এমন মানুষ খুবই হাতে গোনা৷ অনেকেই ময়লা জলে টাকা কুড়োতে নেমে পড়বেন।

images 39 4

ঠিক এমনটাই হল বাংলাদেশের রাজশাহীতে। রাজশাহী রেলস্টেশন সংলগ্ন একটি নর্দমায় অনেকেই কুড়িয়ে পেয়েছেন হাজার হাজার টাকা। মনে করা হচ্ছে টাকা কুড়োতে ঐ ড্রেনে নেমেছিলেন কম পক্ষে জনা পঞ্চাশেক মানুষ। নোংরা জল থেকেই তারা কয়েকশ থেকে কয়েক হাজার টাকা পকেটস্থ করেছেন। টাকার খবর চাউর হতেই ভিড় জমে যায় ঐ এলাকায়। শোনা যাচ্ছে, টাকা কুড়োতে পাশের জেলা থেকেও অনেকে এসেছিলেন।

rajshahi taka news 22 08 20 1 1598116302245

জানা যাচ্ছে, স্থানীয় এক যুবকই হঠাৎই নর্দমার জলে ভেসে যেতে দেখেন একটি ৫০০ টাকার নোট।সেটি তিনি নর্দমায় নেমে সংগ্রহ করেন। তারপর তিনি একই ড্রেন থেকে খুঁজে পান আরো দুটি ৫০০ ও একটি ১০০ টাকার নোট। এরপরেই তার দেখাদেখি অনেকেই নেমে পড়েন নর্দমায়। অনেকেই বলছেন, কয়েকজন কমপক্ষে ১০ হাজার টাকা পেয়েছেন। যদিও ঐ যুবক দাবি করেছেন তার আগেও একই এলাকা থেকে ঐ দিন সকালে আরো অনেকে টাকা পেয়েছে। বলা বাহুল্য, টাকা পাওয়ার খবর ছড়িয়ে পড়তে সময় লাগে নি। বহু মানুষের জমায়েত হয়ে যায় ঐ এলাকায়।

5f414164595ed

টাকার পাশাপাশি রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের হিসাবের কিছু কাগজ ভেসে এসেছে। যা নিয়ে ঐ গ্রুপের সাথে যোগাযোগ করা হলে তারা জানিয়েছেন, তারাই ঐ পুরোনো কাগজগুলি নর্দমায় ফেলেছেন। তবে টাকার বিষয়ে কিছু জানেন না। তবে এই ঘটনার সাথে একটি পুরোনো ঘটনার যোগ দেখতে পাচ্ছেন অনেকেই। জানা যাচ্ছে, কয়েকবছর আগে এক কর্মচারী আড়াই লাখ টাকা হারিয়ে ফেলেন। অনেক খুঁজেও সেই টাকা পাওয়া যায় নি। সম্ভবত ঐ টাকা চুরি করে কেউ সেই কাগজের মধ্যে লুকিয়ে রেখেছিল কিন্তু পরে বের করতে পারে নি। ভেসে আসা টাকা সেই টাকার অংশই হতে পারে।

 

 

সম্পর্কিত খবর