ইউক্রেনের দুর্দশাগ্রস্ত মানুষের জন্য দরজা খুলে দিল ইসকন, সেবা করছে হাজার হাজার মানুষের

বাংলা হান্ট ডেস্কঃ ইউক্রেনে উত্তেজনা বাড়ার সাথে সাথে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) যুদ্ধবিধ্বস্ত দেশের মানুষের জন্য মন্দিরের দরজা খুলে দিয়েছে। ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস শনিবার বলেছেন যে, ‘ইউক্রেন জুড়ে ইসকন মন্দিরগুলি অভাবী মানুষের সেবা করার জন্য প্রস্তুত। আমাদের ভক্তরা এবং মন্দির দুর্দশাগ্রস্ত মানুষের সেবা করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের মন্দিরের দরজা সেবার জন্য উন্মুক্ত।”

https://twitter.com/RadharamnDas/status/1497525585676886018?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1497525585676886018%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.thenewsocean.in%2FE0A4B0E0A582E0A4B8-E0A4AFE0A582E0A495E0A58DE0A4B0E0A587E0A4A8-E0A4AFE0A581E0A4A6E0A58DE0A4A7-E0A487E0A4B8E0A58DE0A495E0A589E0A4A8%2F

   

রাধারমন দাস বলেছেন যে, ইউক্রেনে ইসকনের 54টিরও বেশি মন্দির রয়েছে এবং কৃষ্ণ ভক্তরা এবং মন্দিরগুলি যে কোনও উপায়ে দুর্দশাগ্রস্ত মানুষের সেবা করার চেষ্টা করছে। রাধারমন বলেছেন যে, ইসকনের সমস্ত ভক্ত এবং সমস্ত 54টি এখনও মন্দির নিরাপদ।

অন্য একটি টুইটে দাস বলেছেন, ” ইউক্রেনে আমাদের ইসকন ভক্তরা সত্যিই এক ধাপ এগিয়ে। এই কঠিন সময়ে আমাদের ভক্তরা তাদের জীবনের ঝুঁকি নিয়ে অন্যদের সেবা করছেন।” দাস কিয়েভের হরে কৃষ্ণ মন্দিরের ভক্ত রাজু গোপাল দাসের একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে ওনাকে বলতে শোনা যাচ্ছে যে, “ভক্তদের পরিস্থিতি স্থিতিশীল। সবাই ভীত ও বিচলিত। ইউক্রেনের সমস্ত ইস্কন মন্দির দুর্দশাগ্রস্ত মানুষের সেবার জন্য প্রস্তুত। সবাইকে স্বাগত জানাই মন্দিরে।”

শুধু ইউক্রেনেই না, পার্শ্ববর্তী দেশ হাঙ্গেরির ইসকন ভক্তরাও রিফিউজিদের জন্য সেবায় নিযুক্ত হয়েছেন। যেসব ভারতীয় এবং দুর্দশাগ্রস্ত মানুষ ইউক্রেন থেকে পালিয়ে হাঙ্গেরিতে যাচ্ছেন, তাদের ইসকন ভক্তরা স্বাগত জানাচ্ছেন এবং প্রয়োজনীয় সামগ্রী যেমন খাবার, জল গরম পোশাক এবং আশ্রয় দিচ্ছেন। হাঙ্গেরির ভারতীয় দূতাবাসের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ক্রিস ভক্তরা এই কাজ করছেন।

https://twitter.com/AdityaRajKaul/status/1497815498926399491?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1497815498926399491%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.thenewsocean.in%2FE0A4B0E0A582E0A4B8-E0A4AFE0A582E0A495E0A58DE0A4B0E0A587E0A4A8-E0A4AFE0A581E0A4A6E0A58DE0A4A7-E0A487E0A4B8E0A58DE0A495E0A589E0A4A8%2F

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর