বাড়বে না পেট্রোল-ডিজেলের দাম, দেশবাসীকে স্বস্তি দিতে বড় পদক্ষেপ ভারতের

বাংলা হান্ট ডেস্ক: রাশিয়া-ইউক্রেন সঙ্কটের কারণে আন্তর্জাতিক বাজারে ক্রমাগত বাড়ছে অপরিশোধিত তেলের দাম। এদিকে, বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল উপভোক্তা ভারত তার তেলের চাহিদার প্রায় ৮৫ শতাংশ ক্রয় করে। এমতাবস্থায়, আমদানির ক্ষেত্রে ভারতকে ধাক্কা দিতে পারে দামি অপরিশোধিত তেল। এতে বাণিজ্যে ঘাটতিও বাড়বে।

তবে, এই ধাক্কা এড়াতে এবং সাধারণ মানুষকে স্বস্তি দিতে, সরকার তার তেল রিজার্ভ ব্যবহার করতে পারে। নভেম্বরে তেলের রিজার্ভ থেকে ৫০ লক্ষ ব্যারেল তেল উত্তোলনের সিদ্ধান্ত নেয় সরকার। এর মধ্যে এখনও পর্যন্ত ৩৫ লক্ষ ব্যারেল তেল উত্তোলন করা হয়েছে। এদিকে, ইউক্রেনে রাশিয়ার হামলার কারণে ২৪ ফেব্রুয়ারি আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ১০৫.৫৮ ডলার হয়ে সর্বকালের সর্বোচ্চে পৌঁছে গিয়েছে।

এই প্রসঙ্গে পেট্রোলিয়াম মন্ত্রক জানিয়েছে যে, ভারত সরকার বিশ্বব্যাপী জ্বালানির বাজারগুলিকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। এটি পরিবর্তিত ভূ-রাজনৈতিক পরিস্থিতির ফলে জ্বালানি সরবরাহে বাধা সম্পর্কে জানতেও সহায়তা করবে। এক কথায়, বর্তমান সরবরাহ যাতে স্থিতিশীল মূল্যে অব্যাহত থাকে তা নিশ্চিত করতে ভারত যথাযথ পদক্ষেপ নিতে প্রস্তুত।

তবে, ওই বিবৃতিতে উপভোক্তার মূল্যের উপর আন্তর্জাতিক মূল্য বৃদ্ধির প্রভাব সম্পর্কে কোনো উল্লেখ করা হয়নি। এতে বলা হয়েছে যে, বাজারে অস্থিরতা কমাতে এবং অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি রোধ করতে ভারত পেট্রোলিয়াম রিজার্ভ থেকে তেল ছাড়ার উদ্যোগকে সমর্থন করতে প্রতিশ্রুতিবদ্ধ।

যদিও, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান এবং অন্যান্য প্রধান অর্থনৈতিক দেশগুলির সাথে ভারত গত বছরের নভেম্বরে তার জরুরি মজুদ থেকে ৫ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল ছেড়ে দিতে সম্মত হয়েছিল। তখন অপরিশোধিত তেলের আন্তর্জাতিক দাম ছিল প্রতি ব্যারেলে ৮২-৮৪ ডলার। তবে, বিবৃতিতে এটা বলা হয়নি যে, ভারত ঠিক কী পরিমাণে অপরিশোধিত তেল ছাড়বে।

CrudeOil 1024x682 1

এদিকে, এই অপরিশোধিত তেল বিক্রি করার ক্ষেত্রে রাশিয়া বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল রপ্তানিকারক এবং তৃতীয় বৃহত্তম উৎপাদনকারী দেশ। পরিসংখ্যান অনুযায়ী, রাশিয়া প্রতিদিন ৫ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি করে। ইউরোপের ৪৮ শতাংশ এবং এশিয়ার দেশগুলোর ৪২ শতাংশ রাশিয়ার ওপর নির্ভরশীল। তাই রাশিয়া থেকে আমদানি উপেক্ষা করা যাবে না। বর্তমানে বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ সৌদিকেও রাশিয়ার পাশে দাঁড়াতে দেখা গিয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর