বাংলা হান্ট ডেস্ক :-দুই ইসলামিক তরুণী তাঁদের ধর্মের বিধিনিষেধ এড়াতেই সৌদি আরব ছেড়ে পালিয়ে গেলেন। এর আগেও অবশ্য একইরকম ঘটনা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে।এবার তারই পুনরাবৃত্তি ঘটলো।
জর্জিয়ার পাসপোর্ট হাতে নিয়ে দুই বোনের করা টুইটার পোস্ট এখন একদমই ভাইরাল সোশ্যাল মিডিয়া জুড়ে। সৌদি আরব থেকে গত মাসে জর্জিয়ায় পালিয়ে গেছিলেন ২৫ বছরের ওয়াফা আলসুবি ও তাঁর ২৮ বছরের যাহা আলসবি। সোশ্যাল মিডিয়ায় তাঁদের অসহায়তার কথা পোস্ট করে দুই বোন জানান, তাঁরা আপাতত জর্জিয়ায় পালিয়ে আসলেও পুরোপুরি নিরাপদ নন সেখানে। তাঁদের বাবা ও ভাইয়েরা হন্যে হয়ে তাঁদের খুঁজলে তাঁদের দুই বোনকে ফের সৌদিতে ফিরে গেলে হত্যা করা হবে এই কথাই জানিয়েছে প্রশাসন।
জর্জিয়ার পাসপোর্ট হাতে পেয়ে দুই বোন টুইটারে ভিডিও তে বলেছেন, তাঁরা নতুন জীবন শুরু করে নতুন ভাবে বাঁচতে অন্য দেশে পাড়ি দিচ্ছেন। তাঁরা নিরাপদ কোনও দেশে আশ্রয় চেয়ে মাহা ও ওয়াফা চেঞ্জ. ওআরজি-তে যে আবেদন জানানোর পর , সেখানে ৪০ হাজার মানুষ স্বাক্ষর করে শুধুমাত্র তাদের একটি নিরাপত্তা ঘেরাও বাসস্থান দেবে বলে।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার