প্রজাতন্ত্র দিবসে মাদ্রাসায় ইসলামিক ঝাণ্ডা উত্তোলনের জের, যোগীরাজ্যে গ্রেফতার দুই

বাংলা হান্ট ডেস্ক : আজ ২৬ জানুয়ারি। সারা দেশে সাড়ম্বরে পালিত হচ্ছে সাধারণতন্ত্র দিবস (Republic Day)। তেরঙ্গা পতাকায় সেজে উঠেছে ভারত। এরই মধ্যে এক চাঞ্চল্যকর খবর প্রকাশ্যে এল। উত্তর প্রদেশের (Uttar Pradesh) একটি মাদ্রাসায় দেশের জাতীয় পতাকার বদলে তোলা হল ইসলামের সবুজ পতাকা। ঘটনায় তোলপাড় গোটা দেশ। পুলিস দু’জনকে গ্রেফতার করেছে বলে জানা যাচ্ছে।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বরবাঁকি এলাকার সুবেহা থানার রামপুর মাজরা জামীন হুসেইনবাদ গ্রামে। জানা যাচ্ছে, আশরাফুল উলাম ইমা ইমদাদিয়া সাকিন মাদ্রাসায়। এলাকার সাধারণ মানুষের চোখে পড়ে এই দৃশ্য। তখনই তাঁরা খবর দেন থানায়। খবর পেয়েই প্রশাসনিক আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। তাঁদের উপস্থিতিতেই নামানো হয় ওই পতাকা। এখনও পর্যন্ত ২ জনকে গ্রেফতার করেছে পুলিস।

islam

প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ওই এলাকায় উন্মাদনা ছিল সকাল থেকেই। তারই মধ্যে মাদ্রাসায় উড়তে থাকা ইসলামের পাতাকা চোখে পড়ে সকলের। ওই ঘটনা দেখেই পুলিসকে জানানো হয়। দ্রুত ঘটনা স্থলে পৌঁছন পুলিস আধিকারিকরা। একটু পরই পৌঁছন জেলা আধিকারিকরা। তাঁদের উপস্থিতিতেই নামিয়ে আনা হয় ওই পতাকা। জানা যাচ্ছে, এই ঘটনায় হাফিজ মহম্মদ মহম্মদ শোহরাব এবং মহম্মদ তবরেজ নিজামুদ্দিন রিজওয়ান নামের দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিস।

অপরদিকে, ৭৪ তম প্রজাতন্ত্র দিবসের সকালে বুধবার নিজের বাড়িতে দেশের জাতীয় পতাকা উত্তোলন করে শের খান নামে জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার জেলার সেগদি ভাটা(Segdi Bhata ) গ্রামের বাসিন্দা। জানা যাচ্ছে, ওই ব্যক্তি প্রাক্তন সন্ত্রাসবাদী। শের খান হরকাত-উল-জিহাদ- ই-ইসলামি (HUJI) নামে একটি সন্ত্রাসবাদী সংগঠনের সাথে যুক্ত ছিলেন সে। ১৯৯৮ থেকে ২০০৬ সালের মধ্যে জেলায় বহু নাশকতা চালিয়েছিল সে । পরে সে আত্মসমর্পণ করে। ২০১৯ সালে মুক্তি পাওয়ার আগে ১৩ বছর জেলে কাটিয়েছিল শের খান। যদিও সে দাবি করেছে,তার যখন ২০ বছর বয়স তখন সন্ত্রাসবাদীরা তাকে অপহরণ করে নিয়ে গিয়ে তাদের দলে যোগ দিতে বাধ্য করেছিল ।


Sudipto

সম্পর্কিত খবর