বাংলা হান্ট ডেস্কঃ অবিলম্বে গাজার দক্ষিণে রাফায় সেনা অভিযান বন্ধ করা হোক। গত শুক্রবার আন্তর্জাতিক অপরাধদমন আদালত ঠিক এমনই নির্দেশ দিয়েছে ইজরায়েলকে (Israel Hamas War)। আদালতের ১৫ জন সদস্যের মধ্যে ১৩ জন বিচারপতি যুদ্ধ বন্ধ করার পক্ষে রায় দিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছে একজন ভারতীয় বিচারপতিও রয়েছেন। তাঁর নাম দলবীর ভাণ্ডারী (Judge Dalveer Bhandari)।
আন্তর্জাতিক অপরাধদমন আদালতে (International Court of Justice) ভারতীয় প্রতিনিধি হলেন বিচারপতি দলবীর। বিগত এক দশকেরও বেশি সময় ধরে ICJ-এর সদস্য তিনি। ২০১২ সাল থেকে আন্তর্জাতিক অপরাধদমন আদালতের সঙ্গে জড়িত। গত শুক্রবার ICJ-এর যে বিচারকমণ্ডলী সেনা অভিযান বন্ধের রায় দিয়েছেন তাঁদের মধ্যে অন্যতম হলেন ভারতের বিচারপতি ভাণ্ডারী।
১৯৪৭ সালে রাজস্থানের যোধপুরে জন্ম। বিচারপতি দলবীরের (Dalveer Bhandari) বাবা এবং দাদু দু’জনেই আইনজীবী ছিলেন। তাঁর পিতা মহাবীর চাঁদ ভাণ্ডারী এবং দাদু বিসি ভাণ্ডারী আইনজীবী এবং রাজস্থান বারের সদস্য ছিলেন। যোধপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন বিচারপতি ভাণ্ডারী। এরপর স্বনামধন্য নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটি স্কুল অফ ল থেকে আইনে স্নাতকোত্তর পাশ করেন তিনি।
আরও পড়ুনঃ সন্দেশখালির বাঁধের বিরাট ক্ষতি করেছেন শাহজাহান! কীভাবে? ভোটের মধ্যেই ফাঁস নয়া ‘কীর্তি’
১৯৭৩ সাল থেকে ১৯৭৬ সাল অবধি রাজস্থান হাই কোর্টে প্র্যাকটিস করেছেন বিচারপতি দলবীর। এরপর ১৯৭৭ সালে সুপ্রিম কোর্টে পদার্পণ। প্রায় ২৩ বছর ধরে প্র্যাকটিস করার পর ১৯৯১ সালে তাঁকে দিল্লি হাই কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত করা হয়। ২০০৫ সালের অক্টোবর মাসে দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের বিচারপতি পদে আসীন হন তিনি। এর আগে বম্বে হাই কোর্টের প্রধান বিচারপতির দায়িত্বও পালন করেছেন জাস্টিস ভাণ্ডারী।
এদিকে আন্তর্জাতিক অপরাধদমন আদালতের রায়ের কথা বলা হলে, আদালতের ১৫ জন সদস্যের মধ্যে বিচারপতি ভাণ্ডারী সহ ১৩ জন সদস্য যুদ্ধ বন্ধের পক্ষে রায় দিয়েছেন। উগান্ডা এবং ইজরায়েলের প্রতিনিধিরা এর বিপক্ষে মতদান করেন। অন্যদিকে ইজরায়েলের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে, ICJ-এর দেওয়া এই রায় তারা মানবে না।