১২ টি রকেট ফায়ার করেছিল হামাস, জবাবে ইসরায়েলের সেনা করল বোমা বৃষ্টি

বাংলা হান্ট ডেস্কঃ মধ্যপূর্বে ইসরায়েল (Israel) আর হামাসের (hamas) মধ্যে উত্তেজনা লাগাতার বেড়েই চলেছে। আর এরমধ্যে প্যালেস্তাইনের আতঙ্কি সংগঠন গাজাপট্টি থেকে ইসরায়েলে পরপর ১২ টি রকেট ফায়ার করে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, রাতভর চলা এই হামলায় ৯ টি রকেট ইসরায়েলকে চরম বিপর্যয়ের মুখে ঠেলে দেয়। এরপর পাল্টা পদক্ষেপ নিয়ে হামাসের তিনটি আস্তানায় ইসরায়েল এয়ার স্ট্রাইক করে এবং সেগুলোকে ধ্বংস করে দেয়। ইসরায়েলের সেনা শুক্রবার জানায় যে, এই এয়ারস্ট্রাইক হামাসের আক্রমণের পাল্টা পদক্ষেপ ছিল মাত্র।

জানিয়ে দিই, বিগত কয়েকমাসে গাঁজা সীমান্তের পাশে হওয়া এটাই সবথেকে বড় হামলা হিসেবে দেখা হচ্ছে। যদিও এই হামলায় কারোর হতাহত হওয়ার কোন খবর নেই। পুলিশ জানায়, ইসরায়েল এই হামলায় বাড়িঘর আর গাড়ি গুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপর বোমারোধী টিমকে এলাকায় পাঠানো হয়। সম্প্রতি হামাসের সাথে যুক্ত সংগঠন গুলো ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করতে জমির ফসল জ্বালানোর জন্য বিস্ফোটকে ভর্তি বেলুন ব্যবহার করে। হামার বারবার আতঙ্কি হামলা করে গাজার উপর জারি করা নিষেধাজ্ঞা তোলার চেষ্টা করছে।

সম্প্রতি হয়ে যাওয়া এই রকেট হামলার পর দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরও বেড়ে গেছে। ইসরায়েন গাজার একমাত্র বাণিজ্য মার্গ বন্ধ করে দিয়েছে, এরফলে বিদ্যুতের উৎপাদনও বন্ধ হয়ে গেছে আর গাজাবাসীরা এখন গোটা দিনে মাত্র চার ঘণ্টা বিদ্যুত পাচ্ছে। ইসরায়েল গাজার উপকূল এলাকায় মাছ ধরাও বন্ধ করে দিয়েছে। শোনা যাচ্ছে যে, বিস্ফোটক ভর্তি বেলুনের কারণে ইসরায়েল এই সিদ্ধান্ত নিয়েছে। ইসরায়েলের সেনা জানিয়েছে যে, তাঁরা হামাসের আস্তানা গুলো ধ্বংস করে দিয়েছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর