ছাড় পেল না হাসপাতালও! ইজরায়েল-প্যালেস্তাইনের যুদ্ধে রকেট হামলায় চোখের নিমেষে মৃত্যু ৫০০ জনের

বাংলা হান্ট ডেস্ক: ইজরায়েল-হামাসের (Israel Hamas) যুদ্ধে বাকি রইল না হাসপাতালও (Hospital)! মঙ্গলবার গাজা (Gaza) সিটির হাসপাতালে আছড়ে পড়ে একটি মিসাইল। যার জেরে এক নিমেষে অন্তত ৫০০ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।

ইজরায়েলের বিরুদ্ধেই হাসপাতালে হামলার অভিযোগ উঠেছে। যদিও মঙ্গলবারই সেনার তরফে জানিয়ে দেওয়া হয়েছে, গাজা সিটিতে হাসপাতালে মিসাইল হামলা এবং বিস্ফোরণের পিছনে ইজরায়েলের কোনও হাত নেই। প্যালেস্তাইনের (Palestine) ছোড়া রকেটেই নাকি এই বিপর্যয় ঘটেছে বলে দাবি।

ইজরায়েল এবং হামাসের যুদ্ধ থেকে প্রাণ বাঁচাতে সাধারণ মানুষ গাজার আল-আহলি হাসপাতালে আশ্রয় নিয়েছিলেন। সেখানেই মঙ্গলবার আঁচড়ে পড়ে মিসাইল। নিমেষে গুঁড়িয়ে যায় হাসপাতালের একটি বড় অংশ। ভয়াবহ এই বিস্ফোরণে (Explosion) দাও দাও করে জ্বলে ওঠে আগুন। গাজা স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, কমপক্ষে ৫০০ জনের মৃত্যু হয়েছে। ২০০৮ সালের পর সবথেকে বড় হামলা এটাই বলে মনে করা হচ্ছে।

gaza hospital

এই হামলার দায় ইজরাইলের উপর পড়তেই আইডিএফ-এর তরফে দাবি করা হয়, ওই সময় প্যালেস্তাইনের জিহাদি জঙ্গি সংগঠন একাধিক রকেট হামলা চালিয়েছিল। কোনও একটি রকেটের উৎক্ষেপণ ব্যর্থ হয় এবং তা গাজার ওই হাসপাতালের উপরে আছড়ে পড়ে। তার জেরেই এই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। ইজরায়েলের ডিফেন্স ফোর্সের তরফে এক্স হ্যান্ডেলে বলা হয়, ‘একাধিক গোয়েন্দা সূত্র মারফত খবর পাচ্ছি হাসপাতালে রকেট হামলার জন্য ইসলামিক জিহাদ জঙ্গি সংগঠনই দায়ী। আইডিএফের (IDF) অপারেশনাল সিস্টেমের মাধ্যমে জানা গিয়েছে, একগুচ্ছ রকেট ইজরায়েল লক্ষ্য করে ছোড়া হয়েছিল। সেগুলি হাসপাতালের উপর দিয়ে গিয়েছিল। তখনই একটি রকেট (Rocket) আছড়ে পড়ে শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে।’

Avatar
Monojit

সম্পর্কিত খবর