বাংলা হান্ট ডেস্ক: লেবানন শনিবার অর্থাৎ ১৯ অক্টোবর ইজরায়েলের (Israel) বিরুদ্ধে প্রতিশোধ নিয়েছে। ইজরায়েলি পত্রিকা হারেৎজ-এর রিপোর্টে বলা হয়েছে, লেবানন থেকে ড্রোন হামলা চালানো হয়। মধ্য ইজরায়েলের সিজারিয়া শহরের একটি বাড়িতে এই হামলা চালানো হয়। বলা হচ্ছে, ওই হামলার লক্ষ্য ছিল ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাড়ি। তবে, তাঁর বাড়ি সুরক্ষিত রয়েছে বলেও জানা গিয়েছে।
ইজরায়েলের (Israel) প্রধানমন্ত্রীর বাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা:
এই বিষয়ের পরিপ্রেক্ষিতে ইজরায়েলের (Israel) প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে যে, লেবানন থেকে ৩ টি ড্রোন ছোঁড়া হয়েছিল। এর মধ্যে একটি ইজরায়েলের কেন্দ্রীয় শহর সিজারিয়ায় একটি বাড়ি লক্ষ্য করে ছোঁড়া হয়। এমতাবস্থায়, ওই ড্রোনটি যে ভবনে পড়েছিল সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই হামলায় কোনও হতাহতের খবর মেলেনি।
আচমকা হয়েছে বিস্ফোরণ, শুরু হল তদন্ত: স্থানীয় পুলিশ জানিয়েছে, সিজারিয়া এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইতিমধ্যেই লেবানন থেকে করা এই বিমান হামলার তদন্ত করা হচ্ছে। ইজরায়েলের (Israel) গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, আয়রন ডোম এই ড্রোনগুলিকে থামাতে অক্ষম প্রমাণিত হয়েছে। এই নিয়ে প্রশ্ন তুলেছে ইজরায়েলি গণমাধ্যম। রিপোর্টে বলা হয়, একটি ড্রোন সহজেই ইজরায়েলের সীমান্তে প্রবেশ করেছে। বলা হচ্ছে, সেনা হেলিকপ্টারের পাশ থেকে এই ড্রোনটি এসেছে।
আরও পড়ুন:হয়ে যান সতর্ক! দীপাবলির আগে লক্ষ লক্ষ গ্রাহককে ঝটকা দিক এই ব্যাঙ্ক, আপনার অ্যাকাউন্ট নেই তো?
৩ টি ড্রোনের মধ্যে মাত্র ২ টি ধরা পড়ে: এদিকে, ইজরায়েলি (Israel) সেনাবাহিনীর মতে, ৩ টি ড্রোন লেবানন থেকে হাইফার দিকে চলে গিয়েছিল। যার মধ্যে ২ টিকে শনাক্ত করে থামানো সম্ভব হয়েছে। সেই সময়ে তৃতীয় ড্রোনটি সিজারিয়ার একটি ভবনে আঘাত করে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এর ফলে ভয়াবহ বিস্ফোরণ হয়। রিপোর্টে জানানো হয়, ড্রোনটি লেবানন থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরত্বে উড়েছিল এবং সরাসরি সিজারিয়ায় একটি বিল্ডিংয়ে আঘাত করে। যার ফলে পার্শ্ববর্তী ভবনগুলিও ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরও পড়ুন: অপ্রতিরোধ্য কোহলি! বেঙ্গালুরু টেস্টেই নয়া ইতিহাস গড়লেন বিরাট, ধন্য ধন্য করছে গোটা দেশ
আয়রন ডোমের ব্যর্থতার তদন্ত শুরু: তবে, ড্রোনটি ইজরায়েল (Israel) অধিকৃত আকাশসীমায় প্রবেশের পর, উত্তর তেল আবিবের গ্লিলট বসতিতে সামরিক ঘাঁটিতে সাইরেন বাজতে শুরু করে। ইজরায়েলি সেনা আরও উল্লেখ করেছে যে ড্রোনটি আঘাত করার আগে এক ঘণ্টার জন্য ভবনের ওপরে ছিল। মিডিয়া রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, ইতিমধ্যেই বাহিনী ওই ড্রোনটিকে লক্ষ্যবস্তুতে আঘাতে বাধা দেওয়ার পাশাপাশি সামগ্রিক সিস্টেমের ব্যর্থতার বিষয়ে এবং সাইরেন সক্রিয় করার ক্ষেত্রে ব্যর্থতার তদন্ত শুরু করেছে।