বাংলা হান্ট ডেস্ক : প্রায় আড়াই মাস ধরে চলছে ইজরায়েল (Israel) আর হামাসের (Hamas) যুদ্ধ। রোজই উড়ে আসছে মৃত্যুর খবর। ঘন ঘন ক্ষেপণাস্ত্র, বোমা এবং গুলির শব্দে থরহরিকম্প পশ্চিম এশিয়া। তার মাঝেই নয়া সঙ্কটের মুখে ইজরায়েল (Israel)। যুদ্ধের জেরে জেরবার দেশটি এবার কর্মচারীর অভাবে ধুঁকছে। কর্মখালি, বেতন থাকলেও সেই পোস্টে কাজ করার জন্য লোক নেই। আর এবার সেখানে কর্মী পাঠাবে ভারতেরই এক রাজ্য।
সম্প্রতি হরিয়ানা রাজ্য পাবলিক সেক্টর সংস্থা হরিয়ানা কৌশল রোজগার নিগম একটি বিজ্ঞপ্তি জারি করে বলেছে, ১০ হাজার কর্মী নিয়োগ করা হবে। এবং সেই কর্মীদের পাঠানো হবে ইজরায়েলে। তবে তাদের জানতে হবে শ্রমিকের কাজ। কাজের বিনিময়ে বেতন হিসেবে পাবেন মোটা অঙ্কের টাকা। এবং মজার বিষয় হল, এই কাজের জন্য বিশেষ কোনও শিক্ষাগত যোগ্যতারও প্রয়ওজন পড়বেনা।
আসলে বিগত কয়েক মাস ধরেই বেকারত্বের সমস্ত সীমা ছাড়িয়ে গেছে হরিয়ানা। যে কারণে সমালোচনাও হচ্ছে প্রচুর। আর এই আবহে বড় বিজ্ঞপ্তি জারি করল এইচকেআরএন। এই বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে, আবেদনকারীর নূন্যতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে দশম শ্রেণি পাশ। এবং এতেই মাস মাহিনা হিসেবে মিলবে ৬,১০০ ইজরায়েলি মুদ্রা। ভারতীয় মূদ্রায় তা প্রায় ১ লক্ষ ৩৪ হাজার টাকা।
আরও পড়ুন : ‘শ্যাম বাহাদুর’ই অনুপ্রেরণা, নিরীহদের প্রাণ বাঁচাতে নিজের জীবন দিলেন IAF পাইলট, স্যালুট দেশবাসীর
জানিয়ে দিই ভারতের ৩৪ টাকা ইজরায়েলি ১ মুদ্রার সমান। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই মোটা বেতনের চাকরির জন্য ২৫ থেকে ৫৮ বছর বয়সী যে কোনও ভারতীয় আবেদন করতে পারেন। তবে সেক্ষেত্রে অবশ্যই কিছু দক্ষতা থাকতে হবে। বিশেষ করে শিল্পক্ষেত্র নির্মাণ, কাঠের কাজ, টাইলসের কাজ, লোহার কাজ ইত্যাদিতে পটু হতে হবে। বলা হচ্ছে ভারত থেকে প্রায় ১ লক্ষ দক্ষ শ্রমিক হায়ার করতে চায় ইজরায়েল।
আরও পড়ুন : যশ-নুসরতের ঘরে অশান্তির ছায়া? নায়িকার প্রতি নায়কের বিরক্তি দেখে জল্পনা তুঙ্গে
উল্লেখ্য, ইজরায়েল হামাস যুদ্ধ শুরু হয় গত ৭ অক্টোবর। তারপর থেকে দুই দেশেরই হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে। প্যালেস্টাইনিদের তাড়ানো হয়েছে ইজরায়েল থেকে। সেই সাথে কমপক্ষে ৯০ হাজার প্যালেস্টাইনির কাজের ছাড়পত্র বাতিল করা হয়েছে। এছাড়াও এইদিন দুবাইয়ের জন্য 50 টি বাউন্সার এবং যুক্তরাজ্যের জন্য 120 জন স্টাফ নার্স নিয়োগের জন্য বিজ্ঞাপন দিয়েছে হরিয়ানা।