বাংলাহান্ট ডেস্ক : নেতানিয়াহু(Netaniyahu) ইস্রায়েলের (Israel) এর প্রথম প্রধানমন্ত্রী হতেই চলেছেন। তবে তার বিরুদ্ধে নানা অভিযোগ আছে। আর এই অভিযোগ থাকার সত্ত্বেও তিনি সরকার গঠনে সফল হয়েছেন। তবে এসবের মধ্যেও ইসরায়েল এর সুপ্রিম কোর্ট এবার তাকে সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন। আর তারপর বিরুদ্ধে আসা অভিযোগ তারপর অযোগ্যতা নিয়ে প্রশ্ন না তুলে সরকার গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে।
এর আগেও তিন বার প্রধানমন্ত্রী হন নেতানিয়াহু
এর আগে তিনি প্রধানমন্ত্রীর আসনে আরো তিন বার রাজ করেছেন। কিন্তু এবার তারপর বিরোধী পক্ষের নেতারা তারপর বিরোধিতা করছেন। ১৯৯৬ সালের জুন মাসে তিনি প্রথম প্রধানমন্ত্রী হন। তারপর থেকে আরো অনেক বার তিনি এই পদে ফিরে এসেছেন।তার বিরুদ্ধে আরো দুটি শক্তিশালী দল বিরোধীতার জন্য গাট বন্ধন করে কিন্তু তিনি সাংসদএ তিনটে আসনে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে বসে আছে নেতানিয়াহু।
দীর্ঘ চোদ্দো বছরের প্রধানমন্ত্রীর পদ
৭০ বছর বয়স্ক এই নেতা প্রায় চোদ্দো বছর ধরে প্রধানমন্ত্রীর পদে আছেন। দীর্ঘ চোদ্দো বছরের এই রাজত্ব তিনি সামলে এসেছেন। গত মাসে তার ওপর নানা মামলা দায়ের হয়। ভ্রষ্টচার, এছাড়াও বিশ্বাসঘাতকতা এবং ঘুষ নেওয়ার অভিযোগ আছে তার বিরুদ্ধে। কিন্তু তাও তারপর বিরুদ্ধে এতো অভিযোগ থাকার পরেও তিনি সংখ্যা গরিষ্ঠতা লাভ করেছেন। আর পাশাপাশি তিনি এক অন্য ইতিহাস গড়েছেন। জানা গেছে তার শক্তি গ্রহণের শক্তি অব্যাহতভাবে আন্দোলন করত।
পুনরায় তার ক্ষমতায় আসা
এর আগে অবশ্য তার দলের সংখ্যা বাড়ানোর জন্য নেতানিয়াহু ভোট পেয়েছিলো, লিকুড পার্টির ছত্রিশটা আসন, এবং রাইট বিংএর আটান্নটা আসন জিতেছিলো। ১২০ টা আসনের মধ্যে ৬০ টা আসন পাওয়া জরুরী ছিলো, আর তারা সেটা পাওয়ার পর ক্ষমতায় আসে