হামাসের পর এবার টার্গেট ইলন মাস্ক! ইজরায়েলের হুমকির মুখে ধনকুবের

বাংলা হান্ট ডেস্ক: ইলন মাস্ককে (Elon Musk) হুঁশিয়ারি ইজরায়েলি সেনার (Israel)। ইজরায়েল-প্যালেস্তাইন (Palestine) যুদ্ধের আবহে স্টারলিঙ্কের (Star Link) মাধ্যমে আন্তর্জাতিক স্বীকৃত প্রাপ্ত সংগঠনগুলিকে গাজায় ইন্টারনেট দেওয়ার কথা ঘোষণা করেছিলেন ধনকুবের ইলন মাস্ক। আর এতেই বেজায় চটেছে ইজরায়েল। বিশ্বের সবচেয়ে ধনী ব্যাবসায়ীকে ইজরায়েলের হুঁশিয়ারি, গাজায় ইন্টারনেট পরিষেবা দিলে তার ফল ভালো হবে না।

সম্প্রতি একটি পোস্টে মাস্ক লিখেছিলেন, ‘গাজায় (Gaza) আন্তর্জাতিক স্বীকৃত প্রাপ্ত সকল ত্রাণ প্রদানকারী সংগঠনকে ইন্টারনেট পরিষেবা (Internet Service) দিয়ে সাহায্য করবে স্টারলিঙ্ক।’ এর পাল্টা ইজরায়েলের মন্ত্রী শোলমো কারহি সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘যে করেই হোক ইজরায়েল এর বিরুদ্ধে লড়াই করবে। এই ইন্টারনেট পরিষেবা ব্যবহার করে হামাস (Hamas)নিজেদের জঙ্গি কার্যকলাপ বৃদ্ধি করবে। এই বিষয়ে আমাদের মনে কোনও সন্দেহ নেই। ইলন মাস্কেরও এটা জানা উচিত। হামাস হল আইএসআইএস (ISIS)। সকল বন্দি এবং অপহৃত ইজরায়েলিকে মুক্তি দেওয়ার পরিবর্তে এই পরিষেবা দিতে পারেন ইলন মাস্ক। তবে ততদিন মাস্কের স্টারলিঙ্কের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করছে আমার অফিস।’

যদিও ইজরায়েলের হুঁশিয়ারিতে চুপ করে বসে থাকেননি মাস্ক। অপর একটি পোস্টে তিনি লেখেন, ‘আমরা অত বোকা নই। কোনও স্টারলিঙ্ক টার্মিনাল গাজা থেকে সংযোগ করার চেষ্টা করেনি। যদি কেউ তা করে তাহলে আমরা দেখব, যাতে তা শুধুমাত্র মানবিক কারণেই ব্যবহার করা হয়। আমরা সংযোগ দেওয়ার আগে মার্কিন (USA) এবং ইজরায়েল সরকারের সঙ্গেই তা খতিয়ে দেখব।’

life story of Elon Musk will surprise everyone

উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে ইজরায়েল-হামাসের যুদ্ধ শুরু হয়েছে। যার জেরে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে। এই আবহেই গাজায় ইন্টারনেট পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করে বিতর্কে ধনকুবের।

Monojit

সম্পর্কিত খবর