বাংলা হান্ট ডেস্কঃ গোটা বিশ্বে করোনা ভাইরাস (Coronavirus) মহামারীর রুপ নিয়ে নিয়েছে। আর এই মহামারীতে একে অপরের যথাসম্ভব সাহায্য করেছে চলেছে। আর এই ক্রমেই ভারত আমেরিকা, ইজরায়েল আর ব্রাজিলকে হাইড্রক্সিক্লোরোকুইন (Hydroxychloroquine) ওষুধ পাঠিয়েছে, যার জন্য গোটা বিশ্বে এর প্রশংসা হচ্ছে। আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, এই অসময়ে আমাদের পাশে দাঁড়ানোর জন্য ভারত, ভারতবাসী আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) অশেষ ধন্যবাদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একজন মহান নেতা। আর ওনার এই উপকার আমরা কোনওদিনো ভুলব না।
– Nossos agradecimentos ao primeiro-ministro da Índia @narendramodi, que, após nossa conversa por telefone, liberou o envio ao Brasil de um carregamento de insumos para produção de hidroxicloroquina. pic.twitter.com/CU6R3u3QXF
— Jair M. Bolsonaro (@jairbolsonaro) April 9, 2020
ব্রাজিলের রাষ্ট্রপতি জাইর বোলসোনারো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাতে রামায়ণের অধ্যায়ের কথা উল্লেখ করেছেন। উনি বলেছেন, প্রভু শ্রী রামের ভাই লক্ষণকে বাঁচানোর জন্য হনুমান যেমন সঞ্জীবনী বুটি এনেছিলেন, তেমনই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিপদের সময় হাইড্রক্সিক্লোরোকুইন ওষুধ পাঠিয়ে আমাদের অনেক অনেক উপকার করলেন।
আরেকদিকে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহুও (Benjamin Netanyahu) হাইড্রক্সিক্লোরোকুইন ওষুধের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (narendra modi) ভূয়সী প্রশংসা করেছেন। উনি বলেছেন, হাইড্রক্সিক্লোরোকুইন ওষুধ সমেত পাঁচ টন সামগ্রী পাঠানোর জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাই। উনি ট্যুইট করে লেখেন, ইজিরায়েলে হাইড্রক্সিক্লোরোকুইন পাঠানোর জন্য আমার প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাই। ইজরায়েলের সমস্ত নাগরিক আপনাকে ধন্যবাদ জানাচ্ছে।
https://twitter.com/IsraeliPM/status/1248319047785119750
বেঞ্জামিন নেতানইয়াহুর ট্যুইটের রিপ্লাইয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, ‘আমরা সবাই এক হয়ে এই মহামারীর বিরুদ্ধে লড়াই করব। ভারত নিজের বন্ধুদের সাহায্যের জন্য যথাসম্ভব প্রচেষ্টা চালিয়ে যাবে। ইজরায়েলের মানুষদের সুস্বাস্থের জন্য প্রার্থনা করি আমি।”