বদলা নিয়ে বড় ঘোষণা ইজরায়েলের প্রধানমন্ত্রীর, নেতানিয়াহুর বয়ানে আশঙ্কার কালো মেঘ প্যালেস্তাইনে

বাংলা হান্ট ডেস্ক: প্যালেস্তাইনের (Palestine) সন্ত্রাসবাদী সংগঠন হামাসের (Hamas) হামলায় ইজরায়েলের (Israel) তিন শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। এমতাবস্থায়, এহেন ঘটনার পরিপ্রেক্ষিতে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu) ওই সন্ত্রাসবাদী সংগঠনের সব ঘাঁটি ধ্বংস করার অঙ্গীকার নিয়েছেন। পাশাপাশি তিনি সমস্ত গাজাবাসীকে অবিলম্বে শহর ছেড়ে যাওয়ার জন্য সতর্ক করে দিয়ে জানিয়েছেন যে, দেশটি হামাসকে নির্মূল করতে তার সমস্ত শক্তি ব্যবহার করবে।

নেতানিয়াহু বলেন, ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী (IDF) বাড়ি বাড়ি গিয়ে সন্ত্রাসবাদীদের নির্মূল করছে। পাশাপাশি, হামলার দিনটিকে “কালো দিন” হিসেবে বর্ণনা করেছেন ইজরায়েলি প্রধানমন্ত্রী। তিনি সোশ্যাল মিডিয়া মাধ্যম এক্স-এ এই বিষয়ে পোস্ট করেছেন এবং জানিয়েছেন, “হামাসের সাথে জড়িতদের নির্মূল করতে IDF তার সমস্ত শক্তি ব্যবহার করবে। আমরা তাদের নিশ্চিহ্ন করব। ইজরায়েল এবং তার জনগণ যে পরিস্থিতির মুখোমুখি হচ্ছে তার জন্য আমরা কঠোর প্রতিশোধ নেব।”

Israel's prime minister made a big announcement about revenge

এদিকে, প্রধানমন্ত্রী সতর্ক করে জানিয়েছেন, ‘”যেসব জায়গায় হামাসের লোকজন মোতায়েন রয়েছে এবং লুকিয়ে আছে ও যে যে শহরে তারা কাজ করছে আমরা ওই সব ঘাঁটি ধ্বংসস্তূপে পরিণত করব।” গাজার বাসিন্দাদের উদ্দেশ্যে তিনি বলেন, “আমি আবারও বলছি অবিলম্বে এখান থেকে চলে যেতে। কারণ আমরা এখন সব জায়গায় জোরদার ব্যবস্থা নেব।” তিনি বলেন, “এই মুহূর্তে আমাদের সেনাবাহিনী সন্ত্রাসবাদীদের খুঁজে খুঁজে বের করছে।” পাশাপাশি, নেতানিয়াহু সেইসব পরিবারের প্রতিও সমবেদনা জানিয়েছেন যাঁদের প্রিয়জনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন: অষ্টম শ্রেণি পাশ হলেই এবার কলকাতা পুলিশে চাকরির সুযোগ, সময় নষ্ট না করে এভাবে করুন আবেদন

ঠিক কি ঘটেছে: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, গত শনিবার সকালে, হামাস হঠাৎ গাজা থেকে অল্প ব্যবধানে ইজরায়েলি শহরগুলিতে প্রায় ৫,০০০ রকেট নিক্ষেপ করে। শুধু তাই নয়, হামাসের বন্দুকধারীরা ইজরায়েলের শহরগুলিতে ঢুকে কিছু সামরিক গাড়িতে হামলা চালায়। পাশাপাশি, বহু ইজরায়েলি সেনাকেও বন্দি করা হয়েছে। এদিকে, ইজরায়েল ও প্যালেস্তাইনের সন্ত্রাসবাদী সংগঠন হামাসের মধ্যে চলা যুদ্ধে এখনও পর্যন্ত পাঁচ শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন বলেও জানা গিয়েছে।

আরও পড়ুন: বড় পদক্ষেপ সরকারের! এবার একধাক্কায় GST কমল এই জিনিসগুলির, মদেও কি মিলছে বড় ছাড়?

মূলত, গত শনিবার হামাসের আকস্মিক হামলায় তিন শতাধিক ইজরায়েলি প্রাণ হারিয়েছেন। অপরদিকে, ইজরায়েলের পাল্টা হামলায় গাজা উপত্যকায় প্রায় আড়াইশ মানুষের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে, এই সন্ত্রাসবাদী হামলার নিন্দা জানিয়েছে আমেরিকা ও ভারতসহ একাধিক দেশ। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইতিমধ্যেই ইজরায়েলে হামলার পরিপ্রেক্ষিতে আট বিলিয়ন ডলারের জরুরি সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর