ইজরায়েলের দিকে ছোড়া হল অন্তত ২৫০ টা রকেট

Published On:

বাংলা হান্ট ডেস্ক:শনিবার হামাস ইজরায়েলের দিকে অন্তত আড়াইশো টি রকেটে ছোড়ে।শনিবার গাজা থেকে এই রকেট ছোড়া হয়েছে বলে জানা গিয়েছে।

গাজা স্বাস্থ্য তথ্য থেকে জানা গিয়েছে,এই সংঘর্ষে একটি ১৪ বছরের মেয়ে মারা যায়। ওই মেয়েটির অন্তঃসত্ত্বা মা ও মারা যায় ঘটনাস্থল।তাছাড়া কাস্টম অন্তর থেকে জানা গিয়েছে ২৫ বছরের একজন ড্রোন মিসাইল হামলায় মৃত্যু হয়।


শুক্রবার একজন প্যালেস্টাইনের বাসিন্দা ইজরায়েলের গুলিতে নিহত হয়।

সম্পর্কিত খবর

X