বাংলা হান্ট ডেস্ক: চন্দ্রযান-৩ (Chandrayaan 3) লঞ্চের তারিখ ক্রমশ এগিয়ে আসছে। এর আগে আগামী ১৩ জুলাই দুপুর ২ টো ৩০ মিনিটে চন্দ্রযান-৩ লঞ্চ হওয়ার কথা থাকলেও এবার সেই দিনক্ষণে কিছুটা পরিবর্তন করা হয়েছে। জানা গিয়েছে, এবার ১৪ জুলাই ভারতীয় সময়ে ২ টো বেজে ৩৫ মিনিটে উৎক্ষেপণ হবে চন্দ্রযান-৩-এর।
Announcing the launch of Chandrayaan-3:
🚀LVM3-M4/Chandrayaan-3 🛰️Mission:
The launch is now scheduled for
📆July 14, 2023, at 2:35 pm IST
from SDSC, SriharikotaStay tuned for the updates!
— ISRO (@isro) July 6, 2023
এদিকে, এই লঞ্চের প্রস্তুতির ক্ষেত্রে ইতিমধ্যেই, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (Indian Space Research Organisation, ISRO) চন্দ্রযান-৩-কে মহাকাশে বহনকারী রকেটের সাথে সংযুক্ত করেছে। গত বুধবার শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে জিওসিঙ্ক্রোনাস লঞ্চ ভেহিক্যাল GSLV MK III-র সাথে পেলোড ফেয়ারিং সংযুক্ত করা হয়।
মূলত, এই মিশনের মাধ্যমে পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ চাঁদের ভূতাত্বিক অনুসন্ধান করা হবে। এদিকে, ৩,৯০০ কেজির মহাকাশযানটি প্রথমে ইউআর রাও স্যাটেলাইট সেন্টারে রকেটের পেলোড ফেয়ারিং অর্থাৎ ওপরের অংশে প্রবেশ করানো হয়েছিল এবং তারপরে এটি রকেটের নিচের অংশে সংযুক্ত করার জন্য নিয়ে যাওয়া হয়। এই অংশটি ওই যানটিকে পৃথিবীর কক্ষপথের বাইরে ঠেলে পৃথিবী থেকে প্রায় ৩,৮৪,০০ কিলোমিটার দূরে চাঁদের দিকে নিয়ে যাবে।
এই প্রসঙ্গে ISRO প্রধান এস সোমনাথ সম্প্রতি ঘোষণা করেছেন, “আমরা চাঁদে সফট ল্যান্ডিংয়ের ক্ষেত্রে সক্ষম হব।” উল্লেখ্য যে, রকেটের শীর্ষে সংযুক্ত করা পেলোড ফেয়ারিংটিতে ল্যান্ডারকে এবং রোভারের প্রোপালশন মডিউলের সাথে সংযুক্ত করা হয়েছে। যা বিচ্ছিন্ন হওয়ার আগে সেটিকে চাঁদের উপরে ১০০ কিলোমিটার উচ্চতা পর্যন্ত নিয়ে যাবে।
এদিকে, ISRO জানিয়েছে যে, ল্যান্ডারটির চাঁদের একটি নির্দিষ্ট সাইটে সফট ল্যান্ডিং করার এবং একটি রোভার স্থাপন করার ক্ষমতা থাকবে। যেটি তার গতিশীল অবস্থায় চাঁদের পৃষ্ঠের ইন-সিটু রাসায়নিক বিশ্লেষণ করবে।
🚀LVM3-M4/Chandrayaan-3🛰️ Mission:
Today, at Satish Dhawan Space Centre, Sriharikota, the encapsulated assembly containing Chandrayaan-3 is mated with LVM3. pic.twitter.com/4sUxxps5Ah
— ISRO (@isro) July 5, 2023
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, চন্দ্রযানের দু’টি মিশনের পর এই বহুকাঙ্ক্ষিত মিশনটি সম্পন্ন হতে চলেছে। চার বছর আগে অর্থাৎ ২০১৯ সালে চন্দ্রযান-২ চন্দ্রপৃষ্ঠে দুর্ঘটনাগ্রস্ত হয়। উল্লেখ্য যে, চন্দ্রযান-৩ চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে অনুসন্ধান চালাবে এবং সফট ল্যান্ডিংয়ের চেষ্টা চালাবে। আর এইভাবেই ভারত এহেন মাইলফলক স্পৰ্শ করার ক্ষেত্রে বিশ্বের চতুর্থ দেশ হিসেবে বিবেচিত হবে।