বাংলা হান্ট ডেস্কঃ ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) ২০১৯ এর সেপ্টেম্বর মাসে প্রথমবার চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ড করায় অসফল হয়। এবার খুব শীঘ্রই ISRO চন্দ্রযান-৩ (Chandrayaan-3) কে চাঁদের দিকে পাঠাতে পারে। সুত্র থেকে জানা যায় যে, ISRO এর জন্য নভেম্বর ২০২০ এর সময়সীমা নির্ধারণ করেছে। নতুন চন্দ্রযান মিশনের জন্য ইসরো প্যানেলের সাথে নতুন করে গঠিত সমিতির সাথে অক্টোবর মাস থেকে এখনো পর্যন্ত তিনিটি উচ্চ স্তরীয় বৈঠক করে ফেলেছে।
এই নতুন মিশনে শুধু ল্যান্ডার আর রোভার থাকবে। চন্দ্রযান-২ এর অর্বিটর ঠিক মতই কাজ করছে, তাই নতুন করে আর অর্বিটর পাঠানোর কোন দরকার নেই। মঙ্গলবার সমীক্ষা কমিটির বৈঠক হয়। ওই বৈঠকে বিভিন্ন সমিতির সুপারিশ নিয়ে চর্চা হয়। সমিতি সঞ্চালন শক্তি, সেন্সর, ইঞ্জিনিয়ারিং আর ন্যাভিগেশন নিয়ে প্রস্তাব দেয়। ISRO এর এক বৈজ্ঞানিক বলেন, কাজ দ্রুত গতিতে চলছে। ISRO এখনো পর্যন্ত ১০ গুরুত্বপূর্ণ দিক গুলোর সমস্ত রুপরেখা বানিয়ে নিয়েছে। যার মধ্যে ল্যান্ডিং সাইট, ন্যাভিগেশন আর লোকাল ন্যাভিগেশন ও আছে।
সুত্র থেকে জানা যায় যে, নতুন ল্যান্ডার আর রোভার বানাচ্ছে ISRO। ল্যান্ডারে পেলোড এর সংখ্যা নিয়ে অন্তিম নির্ণয় নেওয়া হয়নি। আপনাদের জানিয়ে রাখি, ISRO এ বছরের সেপ্টেম্বর মাসে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করার জন্য চন্দ্রযান-২ কে চাঁদে পাঠিয়েছিল। কিন্তু চন্দ্র পৃষ্ঠ থেকে মাত্র ২কিমি দূরে গিয়ে ল্যান্ডারের সাথে ইসরোর সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর অনেক চেষ্টার পরেও ল্যান্ডার বিক্রমের সাথে যোগাযোগ স্থাপন সম্ভব হয়নি। তাই ISRO এবার নতুন করে চন্দ্রযান পাঠাতে চলেছে চাঁদে। আর আগামী দিনে মহাকাশে মানুষ পাঠানোরও পরিকল্পনা করেছে ISRO-র।