এবার মহাকাশে হবে ধামাকা! ইলন মাস্কের সাথে হাত মিলিয়ে মাঠে নামছে ISRO, হবে গুরুত্বপূর্ণ মিশন

বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (Indian Space Research Organisation, ISRO) ২০২৩ সালে চন্দ্রযান-৩ (Chandrayaan 3)-এর বিরাট সাফল্যের মাধ্যমে ইতিহাস তৈরি করার পর নতুন বছর থেকেই নতুন উদ্যম নিয়ে একের এক মিশনের দিকে এগিয়ে চলেছে। এমতাবস্থায়, চলতি বছর অর্থাৎ, ২০২৪ সালটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ISRO-র জন্য। ঠিক এই আবহেই একটি বড় খবর সামনে এসেছে।

এই প্রসঙ্গে জানা গিয়েছে যে, এবার মহাকাশে নয়া নজির গড়তে বিশ্বের অন্যতম মহাকাশ সংস্থা SpaceX-এর সঙ্গে হাত মিলিয়েছে ISRO। ২০২৪ সালের ত্রৈমাসিকে মহাকাশ সংস্থা SpaceX-এর সহায়তায় ISRO তার স্যাটেলাইট GSAT-20 উৎক্ষেপণ করতে চলেছে। ইতিমধ্যেই গত বুধবার ISRO-র কমার্শিয়াল পার্টনার NSIL এই ঘোষণা করেছে।

   

এই মিশনের বিশেষত্ব: উল্লেখ্য যে, এই প্রথম ISRO তার একটি মিশন লঞ্চ করতে আমেরিকান মহাকাশ সংস্থা SpaceX-এর ফ্যালকন-৯ হেভি লিফট লঞ্চার ব্যবহার করবে। উল্লেখ্য যে, ২০০২ সালে ইলন মাস্ক SpaceX-এর স্থাপন করেন। এমতাবস্থায়, ISRO-র বহু প্রতীক্ষিত মিশন GSAT-20 ফ্যালকন-৯ রকেটের সাহায্যে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে মহাকাশে পাঠানো হবে বলেও জানা গিয়েছে।

ISRO is joining hands with Elon Musk

কেন মাস্কের সাহায্য নিচ্ছে ISRO: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ভারতের নিজস্ব রকেটের ৪ টনের ভারী স্যাটেলাইট জিওস্টেশনারি কক্ষপথে উৎক্ষেপণের ক্ষমতা নেই। তাই এর জন্য ইলন মাস্কের কোম্পানি SpaceX-এর ISRO। এর আগে ভারত এজন্য ফ্রান্সের ওপর নির্ভরশীল ছিল।

আরও পড়ুন: রাম মন্দিরই ডেকে আনবে “লক্ষ্মী”! দেশে হবে ৫০,০০০ কোটির ব্যবসা, সামনে এল বড় তথ্য

মাস্কের সাথে এই চুক্তি খুবই গুরুত্বপূর্ণ: ISRO চেয়ারম্যান এস সোমনাথ জানিয়েছেন যে, ভারতীয় মহাকাশ সংস্থাকে SpaceX-এ যেতে হয়েছিল কারণ তখন অন্য কোনো রকেট উপলব্ধ ছিল না। এদিকে, SpaceX এবং ISRO-র সাথে এই চুক্তিটি একটি উল্লেখযোগ্য পরিবর্তন হিসেবে বিবেচিত হচ্ছে। কারণ ভারত এখনও পর্যন্ত ভারী স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য ফ্রান্সের নেতৃত্বাধীন আরিয়ানস্পেস কনসোর্টিয়ামের উপর ব্যাপকভাবে নির্ভরশীল ছিল। পাশাপাশি, GSAT 20 স্যাটেলাইটের নাম হবে GSAT-N2 এবং এটি মূলত প্রত্যন্ত অঞ্চলে ব্রডব্যান্ড ইন্টারনেট সরবরাহ করবে।

আরও পড়ুন: বিরাট হৃদয়ে রয়েছেন রাম! মাঠে এমন কাজ করলেন দেখে শ্রদ্ধায় মাথা নত হবে আপনার, ভাইরাল ভিডিও

মিশনটি ঠিক কি: ISRO-র কমার্শিয়াল পার্টনার নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেড (NSIL) জানিয়েছে যে, ISRO GSAT-20 স্যাটেলাইট তৈরি করছে। প্রত্যন্ত অঞ্চলে যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য এই স্যাটেলাইটটি বিশেষভাবে তৈরি করা হয়েছে। এই স্যাটেলাইটের ওজন ৪,৭০০ কেজি। যা প্রায় ৪৮ জিবিপিএস ক্ষমতা প্রদান করে। এই স্যাটেলাইট আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, জম্মু ও কাশ্মীর এবং লাক্ষাদ্বীপ সহ ভারতীয় অঞ্চলে যোগাযোগ পরিষেবা প্রদান করবে। এটি ২০২৪ সালের শেষ ত্রৈমাসিকে লঞ্চ করা যেতে পারে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর