বাংলাহান্ট ডেস্ক : ইসরোর (Indian Space Research Organisation) বিজ্ঞানী আশিস লাম্বা নিজেই গাড়ি চালাচ্ছিলেন। গাড়ি চালিয়ে ইসরোর দপ্তরের উদ্দেশ্যে যাচ্ছিলেন তিনি। যাওয়ার পথে এই বিজ্ঞানী শিকার হলেন হেনস্থার। এক বাইক আরোহী চরম হেনস্থা করল বিজ্ঞানী আশিস লাম্বাকে। ওই বাইক আরোহী কয়েকবার লাথিও মারেন বিজ্ঞানীর গাড়ির চাকায়।
গোটা ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন আশিস লাম্বা। এরপর সেই ভিডিও পুলিশের নজরে আসতে অভিযুক্তর বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়। এই ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর ওল্ড এয়ারপোর্ট রোডে হিন্দুস্তান এয়ারোনটিক্স লিমিটেড (এইচএএল)-র নবনির্মিত ভবনের সামনে।
আরোও পড়ুন : বাড়ির পাশেই এবার সুইজারল্যান্ডের ছোঁয়া! টুক করে চলে যান উত্তরবঙ্গের এই গ্রামে, খরচও খুবই সামান্য
আশিস লাম্বা নিজেই গাড়ি চালিয়ে মঙ্গলবার সকালে ইসরোর দপ্তরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। মাঝ রাস্তায় একটি বাইক হঠাৎ তার গাড়ির সামনে এসে পড়ে। আশিস লাম্বা বলেছেন, ওই স্কুটিতে একজন আরোহী ছিলেন। তার মাথায় ছিল না হেলমেট। ওই আরোহী বেপরোয়াভাবে স্কুটি চালাচ্ছিলেন বলে আশিস একটা সময় তার গাড়ি ব্রেক কষে থামিয়ে দেন।
আরোও পড়ুন : জাল ফেলতেই কেল্লাফতে! দিঘায় উঠল অতিকায় তেলিয়া ভোলা, মাছের দর শুনলে আঁতকে উঠবেন
এরপর ওই বাইক আরোহী বাইক থেকে নেমে এগিয়ে আসেন আশিসের দিকে। এমনকি দুবার লাথিও মারেন আশিসের গাড়ি টায়ারে। ওই বাইক আরোহী অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকেন আশিসকে উদ্দেশ্য করে। এই গোটা ঘটনা বন্দি হয় আশিসের গাড়ির ড্যাশবোর্ডে লাগানো ক্যামেরায়।
@blrcitytraffic @CPBlr @BlrCityPolice Yesterday during going to ISRO office,Near to newly constructed HAL underpass, a person on scooty (KA03KM8826) without helmet was driving recklessly and coming in front of our car suddenly and so We had to apply sudden brake. pic.twitter.com/xwDyEy2peA
— Aashish Lamba (@lambashish) August 30, 2023
এরপর সেই ভিডিও আশিস পোস্ট করেন টুইটারে। আশিসের ভিডিও দেখে টনক নড়ে বেঙ্গালুরু পুলিশের। ওই বিজ্ঞানী ভিডিও পোস্ট করার সাথে গোটা ঘটনার বিবরণ লিখেছেন টুইটারে। পুলিশ আশ্বাস দিয়েছে দ্রুত অভিযুক্তকে খুঁজে বার করা হবে। তবে, ঘটনাটিকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।