বাংলাহান্ট ডেস্ক : কেটে গিয়েছে বেশ কয়েকটা দিন। তবুও এখনো আশা ছাড়েননি বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের আশা ল্যান্ডার রোভার জেগে উঠতে পারে এখনো। ভারতীয় মহাকাশ সংস্থার (ইসরো) প্রধান এস সোমনাথ সম্প্রতি এমনটাই জানিয়েছেন। ইসরো প্রধানের কথায়, আপাতত ‘বিরক্ত’ করা হবে না ল্যান্ডার রোভারকে। ল্যান্ডার রোভার প্রজ্ঞানকে নিজের মতো করে থাকতে দেওয়া হচ্ছে।
ইসরোর প্রধান কোচিতে বৃহস্পতিবার বলেছেন, ” ও (রোভার প্রজ্ঞান) এখন শান্তির সাথে ঘুমিয়ে আছে সেখানে (চাঁদে)। ঘুমাতে দেওয়া হোক ওকে শান্তির সাথে। আমরা ওকে জ্বালাতন করব না। যখন ও নিজে থেকে জেগে উঠতে চাইবে, তখন জেগে উঠবে। এই মুহূর্তে আমি এটাই বলতে চাই।” একই সাথে ইসরো প্রধানের সংযোজন, “কারণ আছে আশাবাদী হওয়ার মতো।”
আরোও পড়ুন : ট্রেনে মল,মূত্র ত্যাগ করছেন! লাইনে কিন্তু পড়ে না কিছুই, তাহলে কোথায় যায় জানেন?
কী কারণে এখনো ইসরোর বিজ্ঞানীরা আশাবাদী? ইসরো প্রধান বলছেন,”ল্যান্ডার ও রোভার যুক্ত রয়েছে মিশনে। আকৃতিতে যেহেতু অনেকটাই বড় ল্যান্ডার, তাই সম্পূর্ণটা সম্ভব হয়নি পরীক্ষা করার। তবে পরীক্ষা করে দেখা হয়েছিল রোভার কেমন থাকবে মাইনাস ২০০ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায়। সফলতায় মিলেছিল সেই পরীক্ষায়। রোভার কাজ করছিল সেই সময়।”
নিজের মতো করে জেগে উঠলে ফের চাঁদের মাটিতে প্রাণ সঞ্চয় হতে পারে রোভারের। কিন্তু, এতদিন হয়ে গেলেও কেন তাহলে জেগে ওঠেনি রোভার? এই বিষয় তাঁর বক্তব্য, বিকিরণের সম্মুখীন হয়েছে রোভার ৪২ দিনের মিশনে। ল্যান্ডিংয়ের সময় যে নড়াচড়া হচ্ছিল, সেইজন্য হয়ত জেগে উঠতে সমস্যা হচ্ছে একটু। সেক্ষেত্রে রোভার জেগে উঠবে কিনা তা জোর দিয়ে বলা সম্ভব নয়।