একের পর এক ‘হট’ ছবিতে নজর কাড়ছেন ২৪এর ঈশ্বরিয়া, দেখে নিন সেই ভাইরাল ছবি

Published On:

বাংলাহান্ট ডেস্ক: দক্ষিণী ছবির গতে অন‍্যতম জনপ্রিয় নাম ঈশ্বরিয়া মেনন (iswarya menon)। তাঁর ফিল্ম কেরিয়ারে এখনও পর্যন্ত বেশ কয়েকটি ছবিতে অভিনয় করে ফেলেছেছেন তিনি। মাত্র ২৪ বছর বয়সে ঐশ্বরিয়ার অভিনয় দক্ষতা দেখে হতবাক হয়ে যান সিনেপ্রেমীরা। তাঁর মিষ্টি হাসি দিয়ে খুব সহজেই সবার মন জয় করে নিতে পারেন অভিনেত্রী।


এহেন ঈশ্বরিয়া যে সোশ‍্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় হবেন তা বলাই বাহুল‍্য। এই মুহূর্তে ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ারের সংখ‍্যা ১ মিলিয়নেরও বেশি।

https://www.instagram.com/p/B-4leKoD1nK/?igshid=1ds8n0ecf4pxo

মাঝে মাঝেই নতুন নতুন ফটোশুটের ছবি বা ভিডিও সেখানে শেয়ার করতে ভালবাসেন অভিনেত্রী।

https://www.instagram.com/p/B-wH0vwD9if/?igshid=5pd0xm6ljtny

তবে এখন পরিস্থিতি অন‍্য। দীর্ঘ ২১ দিনের পর আবার ৩রা মে পর্যন্ত বাড়ানো হয়েছে লকডাউন। লকডাউনে কার্যত স্তব্ধ দেশ। জরুরি পরিষেবা ছাড়া বন্ধ রয়েছে বাকি সবই।

https://www.instagram.com/p/B-sEWgwlkuK/?igshid=13qj9ws3ntr4x

https://www.instagram.com/p/B-t4udwDdVp/?igshid=1a4j1xib1asi6

এই পরিস্থিতিতে পুরোনো স্মৃতি রোমন্থন করা ছাড়া আর কোনও কাজ নেই তাঁর। সেই কারনেই পুরোনো ছবি হাতড়ে বে কিছু ছবি নিজের ইনস্টা হ‍্যান্ডেলে শেয়ার করেছেন ঈশ্বরিয়া।

https://www.instagram.com/p/B-WwgQCDEL2/?igshid=y0yail0b3ca8

 

https://www.instagram.com/p/B-hGMvnjjh5/?igshid=vdr17cm7sv8m

কখনও ভ‍্যাকেশনের ছবি, কখনও পুরোনো ফটোশুটের ছবি শেয়ার করছেন তিনি। বাড়িতে কিভাবে কোয়ারেন্টাইনের সময়টা কাটাচ্ছেন তাও ভিডিওতে দেখিয়েছেন অভিনেত্রী। বিভিন্ন পোজে ছবি তুলেছেন তিনি।

https://www.instagram.com/p/B-HO_YIFGiy/?igshid=1mfqgouq76taw

https://www.instagram.com/p/B-HdmbClxiB/?igshid=zrvttlf56r0s

একের পর এক ছবি, ভিডিও শেয়ার করছেন ইশ্বরিয়া। আর বলা বাহুল‍্য প্রচুর লাইকও পড়ছে ছবিগুলোতে। বহু মানুষ শেয়ারও করেছেন এই সব ছবি।

X