কলকাতায় আসছে ইনফোসিস, হবে প্রচুর কর্মসংস্থান! কবে থেকে পথ চলা শুরু?

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের আইটি কর্মীদের জন্য বিশাল সুখবর নিয়ে এল তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিস (Infosys)। আর কিছুদিনের অপেক্ষা মাত্র। এবার কলকাতার (Kolkata) বুকে নিজেদের অফিস খুলতে চলেছে ইনফোসিস। সংস্থার অফিসিয়াল টুইটার (Tweeter) হ্যান্ডেলে টুইট করে সুখবরটি জানানো হয়েছে।

প্রসঙ্গত, বিগত ২-৩ বছর থেকেই কলকাতায় ইনফোসিস আসার খবর শোনা যাচ্ছিল। এবার সরাসরি সে খবর নিশ্চিত করে বুধবার টুইটার বার্তায় সংস্থা লিখেছে, “আমরা কলকাতায় আসছি। খুব তাড়াতাড়ি আমাদের অফিসে স্বাগত জানাব। চাকরির সুযোগের দিকে নজর রাখুন।”

উল্লেখ্য, ২০১৮ সালে বিজনেস স্ট্যান্ডার্ডের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, প্রথম পর্যায়ে প্রায় ১০০ কোটি টাকার বিনিয়োগের মাধ্যমে একটি সফ্টওয়্যার উন্নয়ন কেন্দ্র নির্মাণের কাজ শুরু করার ঘোষণা করে সংস্থা। কিন্তু বর্তমানে যান গিয়েছে প্রথম পর্যায়ে প্রায় ২০০ কোটি টাকা লগ্নি হতে পারে। সূত্রের খবর, দশ বছরের আগে রাজারহাটে (অ্যাকশন এরিয়া-৩) সংস্থাটি ৫০ একর জমি পেলেও কাজ শুরু হয়নি। তবে এবার শীঘ্রই কলকাতায় অফিস খুলতে চলেছে তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিস।

তবে কবে থেকে কলকাতায় সংস্থা খুলছেন তারা সেই বিষয়ে এখনও কোনো স্পষ্ট ঘোষণা করা হয়নি সংস্থা তরফে। প্রসঙ্গত, ইনফোসিস দেশের অন্যতম পুরনো এবং প্রধান তথ্যপ্রযু্ক্তি সংস্থা। ভারত সরকারের আয়কর দফতরের নতুন ওয়েবসাইটও এই সংস্থার তৈরী তৈরি। সংস্থার কর্মী সংখ্যা প্রায় দুই লক্ষ।

সমস্ত বিতর্কে জল ঢেলে এবার বঙ্গের মাটিতেই আইটি সংস্থা ইনফোসিস। অর্থ্যাৎ, এখন থেকে আর ভুবনেশ্বর, বেঙ্গালুরু নয় পশ্চিমবঙ্গের শাখাতেই চাকরি করতে পারবেন বাংলার ছেলে মেয়েরা।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর