“পৌঁছনো কঠিন, এই জায়গা ধরে রাখা আরও কঠিন”, T20-র শীর্ষ ব্যাটার হয়ে মন্তব্য সূর্যকুমারের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ২০২১ সালের মার্চ মাসের তার আন্তর্জাতিক পর্যায়ে ভারতের জার্সিতে অভিষেক ঘটেছিল। তারপর কেটে গিয়েছে ২০ টা মাস। এখন ২০২২ সালের নভেম্বর মাস। গত বছরের শুরুর দিকে ভারতের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে শুরু করা সূর্যকুমার যাদব এখন বিশ্বের পয়লা নম্বর টি-টোয়েন্টি ব্যাটার।

এত কম সময়ের মধ্যে এত বড় সাফল্য পাওয়াটা অবশ্য একেবারেই সোজা ছিল না। কিন্তু সূর্যকুমার যাদব সেটা করে দেখিয়েছেন। চলতি বছরে তিনি টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতের শ্রেষ্ঠ ক্রিকেটার হয়ে উঠেছেন। দেশে বিদেশে সব জায়গায় ভারতকে একাধিক ম্যাচ জিতিয়েছেন। বড় টুর্নামেন্টে পারফরম্যান্স করতে না পারার অভিযোগ চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে ঘুচিয়ে ফেলেছেন তিনি।

তারপরেই দেখা যায় সদ্য প্রকাশিত আইসিসির টি-টোয়েন্টি ব্যাটারদের ক্রমতালিকায় পাকিস্তানের ওপেনার মহম্মদ রিজওয়ানকে টপকে শীর্ষ স্থানটি দখল করেছেন সূর্যকুমার। ‘স্কাই ইজ দ্য লিমিট’ এই কথাটিকে যেন সত্যি করে তুলেছেন ভারতীয় দলের স্কাই।

Sky kohli

নিজের এই কৃতিত্বে অত্যন্ত খুশি সূর্যকুমার যাদব নিজেও। তবে তার চেয়েও বেশি খুশি হয়তো তার ভারতীয় দলে তার সতীর্থরা। গত এক বছরে খেলোয়াড় হিসেবে তার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বিরাট কোহলি, রোহিত শর্মাদের মত সিনিয়র তারকাদের। সব সময় তারা নিজেদের এই প্রতিভাবান তারকাকে আগলে রেখেছেন এবং সঠিক পরামর্শ দিয়ে সাহায্য করেছেন। যার ফল ভারতীয় দল এই মুহূর্তে পাচ্ছে।

সূর্যকুমার যাদব একটি সাক্ষাৎকারে স্বীকার করে নিয়েছেন যে তিনি অত্যন্ত খুশি। তিনি বলেছেন, “এটা কঠিন পরিশ্রমের ফসল। আমি অত্যন্ত খুশি। তবে এই জায়গায় পৌঁছানোটা যতটা কঠিন তার চেয়েও বেশি কঠিন হলো এই জায়গাটা ধরে রাখা। আমি নিজের সবটা দিয়ে চেষ্টা করব যাতে নিজের এই ফর্ম ধরে রাখতে পারি এবং আমার দলকে সাহায্য করতে পারি।”

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর