এবার সেট টপ বক্স ছাড়াই বিনামূল্যেই দেখা যাবে ২০০ টিভি চ্যানেল, অ্যান্টেনা ফিরিয়ে আনছে সরকার

বাংলাহান্ট ডেস্ক : অ্যান্টেনাকে টেক্কা দিতে কেবল তারপর সেট টপ বক্স, টেলিভিশনের (Television) দুনিয়ায় একের পর এক বিবর্তন চোখে পড়েছে ভারতীয়দের। তবে এবার বোধহয় সেট টপ বক্সকে (Set top box) টাটা বাই বাই বলার দিন এসে গিয়েছে। বলা ভালো, কেন্দ্র আবার ফিরতে চাইছে সেই পুরনো দিনের অ্যান্টেনার কাছেই। অন্তত কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের (Anurag Thakur) তরফে এমনটাই জানানো হয়েছে। ফলে, এবার থেকে সেট টপ বক্স ছাড়াই ২০০ টির বেশী চ্যানেল দেখার সুযোগ মিলবে দর্শকদের।

সূত্রের খবর, প্রয়োজনীয় প্যাকেজ বাছাই করে রিচার্জ করলেই টিভি দেখা যাবে। সোমবার কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন, টিভি দেখা নিয়ে একটি নতুন চিন্তাভাবনা করা হচ্ছে। টিভিতে যদি বিল্ড ইন স্যাটেলাইট থাকে, তাহলে কোনও সেট টপ বক্স ছাড়াই টিভি দেখা যাবে। তবে তার জন্য প্রয়োজন হবে অ্যান্টেনার। দর্শকরা এর ফলে দূরদর্শনের ‘ফ্রি ডিশ’ ছাড়াই অনুষ্ঠান দেখতে পারবেন। মন্ত্রী আরোও বলেন, ‘ফ্রি ডিশ’-এ সাধারণ বিনোদন চ্যানেলগুলির সম্প্রসারণ হয়েছে। তা কোটি কোটি দর্শককে আকর্ষিত করছে।

   

তবে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়ে দেন, টিভি-তে স্যাটেলাইট টিউনারের বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত পাকাপাকিভাবে কোন সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। জানা গিয়েছে, গত বছরের ডিসেম্বরে অনুরাগ ঠাকুর ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে এই সংক্রান্ত একটি চিঠি দিয়েছিলেন । সেই চিঠিতে অশ্বিনীর কাছে অনুরাগ টেলিভিশন নির্মাতাদের বিল্ট-ইন স্যাটেলাইট টিউনার লাগানোর বিষয়ে একটি নির্দেশিকা জারি করার বিষয়ে আবেদনও জানিয়েছিলেন।

Television

নতুন এই প্রযুক্তির মাধ্যমে দর্শকদের টিভি দেখার পদ্ধতি সম্পর্কে এখনো পর্যন্ত যে তথ্য সামনে এসেছে তা হল, যাদের টেলিভিশন সেটে বিল্ট ইন স্যাটেলাইট টিউনার থাকবে তাদের বাড়ির ছাদে অথবা বাড়ির দেওয়ালে ছোট্ট একটি অ্যান্টেনা লাগাতে হবে। সেটা লাগানোর পরেই টু এয়ার টেলিভিশন এবং রেডিও চ্যানেল দেখতে বা শুনতে পারা যাবে। আর এইভাবে ফ্রি চ্যানেল দেখার জন্য কোনরকম টাকা দিতে হবে না অপারেটরদের।

 

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর