কাঁচি দিয়ে বম্ব নিষ্ক্রিয় করে ট্রোলের শিকার বাংলা সিরিয়ালের জবা

বাংলাহান্ট ডেস্ক: বাংলা টেলিভিশন ধারাবাহিকগুলির মধ্যে টক্কর চিরদিনের। কে কার থেকে টিআরপির দিক দিয়ে কতটা এগিয়ে থাকবে সেই নিয়ে দ্বন্দ্ব লেগেই রয়েছে। কোন চ্যানেল অন্যান্যদের থেকে টিআরপির দিক থেকে এগিয়ে সেটা জানার জন্য দর্শকরাও উন্মুখ হয়ে থাকেন। তবে এই লড়াইয়ের মাঝে বিভিন্ন চ‍্যানেলের বহু ধারাবাহিককে বহুবার সমোলোচনার মুখে পড়তে হয়েছে। বাদ যায়নি বহু জনপ্রিয় ধারাবাহিকও। তার মধ‍্যে অন‍্যতম সিরিয়াল হল কে আপন কে পর। স্টার জলসার এই অন‍্যতম জনপ্রিয় ধারাবাহিক ইতিমধ‍্যেই হাজার এপিসোড পার করে ফেলেছে। এর মধ‍্যে বহুবার ট্রোলের শিকার হয়েছে এই সিরিয়াল।

download 1 42

ফের আরও একটি কাণ্ডের জন‍্য নেটিজেনদের হাসি মশকরার মুখে পড়েছে এই সিরিয়াল। এই ধারাবাহিকের মূল চরিত্র হল জবা। বাড়ির পরিচারিকা থেকে সে কীভাবে শিক্ষাগত দিক দিয়ে প্রতিষ্ঠিত হয় জীবনে সেই নিয়েই এই সিরিয়ালের গল্প আবর্তিত হচ্ছে। সম্প্রতি একটি এপিসোডে দেখা গিয়েছে কাঁচি দিয়ে তার কেটে বম্ব নিষ্ক্রিয় করেছে জবা। একটা দুটো নয়, নটি বম্ব নিষ্ক্রিয় করেছে জবা। তাও আবার প্রত‍্যেকটির ক্ষেত্রে আলাদা আলাদা তার কেটে। কোনো রকম কোনো বিশেষ পোশাক না পরেই শুধুমাত্র একটি কাঁচি দিয়ে বম্ব নিষ্ক্রিয় করেছেন জবা।

PicsArt 03 01 08.59.36 compress32

আর এই কাণ্ড দেখেই হাসি মশকরায় মেতেছেন নেটিজেনরা। তারা এটাও বলেছেন যে এইসব ভুল জিনিস না দেখিয়ে আসলেই কীভাবে বম্ব নিষ্ক্রিয় করা হয় সেটা দেখানো উচিত। কারন প্রতিদিন অনেকেই এই সব ধারাবাহিক দেখেন। বাস্তব জীবনে যদি এই কাণ্ড দেখে কেউ সত্যিই করে বসেন সেক্ষেত্রে বড়সড় দুর্ঘটনার সম্মুখীন হওয়াও আশ্চর্যের নয়।

তবে এটাই প্রথমবার নয়, এর আগে্ও পরিচারিকা থেকে কীভাবে উকিল হয়ে গেলেন জবা বা অক্সিজেন মাস্ক পরে কোর্টে সওয়াল জবাব করা নিয়েও ট্রোলের সম্মুখীন হতে হয়েছিল তাকে।

Niranjana Nag

সম্পর্কিত খবর