বড় লোকের বিটি লো, বাংলা গানে দুর্দান্ত নাচ জ‍্যাকলিনের, তুমুল ভাইরাল ভিডিও

বাংলাহান্ট ডেস্ক: বলিউডে (Bollywood) তিনি পা দিয়েছেন বেশ অনেক দিনই হল। কিন্তু তেমন বেশি কোনও ছবিতে কাজ করেননি তিনি। তবে যে ছবিগুলোতে করেছেন সবগুলোই বেশ জনপ্রিয়তা পেয়েছে সিনেপ্রেমীদের মধ্যে। কথা হচ্ছে জ্যাকলিন ফার্নান্ডেজকে (jacqueline fernandez) নিয়ে। ‘আলাদিন’ ছবির হাত ধরে অভিনয় জগতে প্রবেশ করেন তিনি। তেমন একটা জনপ্রিয়তা না পেলেও জ্যাকলিনের কেরিয়ার এরপরেই শুরু হয়। ইমরান হাশমির বিপরীতে বড়সড় ব্রেক পান তিনি।

784174 jacqueline crop
অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয়তা রয়েছে জ্যাকলিনের। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে মাঝে মাঝেই নানা ছবি ভিডিও শেয়ার করেন তিনি। পাশাপাশি টিকটকেও ভীষন ভাবে সক্রিয় অভিনেত্রী। তবে এবার টিকটক নয়, বরং একটি মিউজিক ভিডিও দিয়ে ভাইরাল হয়েছেন জ্যাকলিন। জনপ্রিয় র‍্যাপ গায়ক বাদশার নতুন মিউজিক ভিডিওতে দেখা গিয়েছে জ‍্যাকলিনকে।
স্বপ্না চক্রবর্তীর গাওয়া ‘বড়লোকের বিটি লো’ গানটি তো সকলেই শুনেছেন। সেই গানটিই এবার নিজের মতো করে গেয়েছেন বাদশা। ‘গেন্দা ফুল’ নামে এই মিউজিক ভিডিওতেই দেখা গিয়েছে জ‍্যাকলিনকে। পরনে লাল পাড় সাদা শাড়ি, খোলা চুল, ধুনুচি হাতে এক্কেবারে বাঙালি নারীর সাজে ধরা দিলেন অভিনেত্রী। তাঁর নাচের দক্ষতাও বাদশার গানের যুগলবন্দিতে ইতিমধ‍্যেই সুপারহিট এই মিউজিক ভিডিও।

ইউটিউবে আপলোড করার কিছু সময়ের মধ‍্যেই ভাইরাল এই ভিডিও। প্রতি সেকেন্ডে বাড়ছে লাইক ও শেয়ারের সংখ‍্যা।

Niranjana Nag

সম্পর্কিত খবর