গলায় স্পষ্ট ‘লভ বাইট’! প্রতারক সুকেশের সঙ্গে জ‍্যাকলিনের অন্তরঙ্গ ছবি ফের ছড়িয়ে পড়ল নেটমাধ‍্যমে

Published On:

বাংলাহান্ট ডেস্ক: পুরনো ঝামেলা পিছু ছাড়ল না নতুন বছরেও। প্রতারক সুকেশ চন্দ্রশেখরের (sukesh chandrasekhar) সঙ্গে ফের একটি নতুন রোম‍্যান্টিক ছবি ভাইরাল জ‍্যাকলিন ফার্নান্ডেজের (jacqueline fernandez)। দুজনের গভীর সম্পর্কের প্রমাণ স্বরূপ একগুচ্ছ ঘনিষ্ঠ ছবি ছড়িয়ে পড়েছে সোশ‍্যাল মিডিয়ায়। এতে যে ক্রমেই অভিনেত্রীর অস্বস্তি বাড়ছে তা আর বলার অপেক্ষা রাখে না।

নতুন ভাইরাল ছবিতে দেখা যাচ্ছে, জ‍্যাকলিনের নাকে চুম্বন করছেন প্রতারক ব‍্যবসায়ী সুকেশ চন্দ্রশেখর। হাসিমুখে চোখ বুজে রয়েছেন অভিনেত্রী। তাঁর গলায় স্পষ্ট লাল ‘লভ বাইট’। দুজনের ঘনিষ্ঠ মুহূর্তের এই ছবি সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার হওয়া মাত্রই ভাইরাল হয়ে গিয়েছে।


২০০ কোটি টাকার আর্থিক প্রতারণা মামলায় নাম জড়িয়ে একাধিক বার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের জেরার মুখে পড়েছেন জ‍্যাকলিন। অভিনেত্রীর অস্বস্তি আরো বাড়িয়ে চক্রের মূল পাণ্ডা প্রতারক ব‍্যবসায়ী সুকেশ দাবি করেছেন যে অভিনেত্রীর সঙ্গে তিনি সম্পর্কে ছিলেন।

সর্বভারতীয় সংবাদ মাধ‍্যম সূত্রে খবর, জেল থেকে নিজের আইনজীবীকে একটি চিঠি লিখেছেন সুকেশ চন্দ্রশেখর। সেখানেই তিনি দাবি করেছেন যে জ‍্যাকলিনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। সে কারণেই এত দামি দামি উপহার দিতেন তিনি অভিনেত্রীকে।

তবে জ‍্যাকলিনকে ফাঁসাননি সুকেশ। বরং ‘আদর্শ’ প্রেমিকের মতো তাঁর উপর থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, এই প্রতারণা চক্রে জ‍্যাকলিনের কোনো ভূমিকা ছিল না। এমনকি সুকেশ দাবি করেছেন ইচ্ছা করে বলিউড অভিনেতা অভিনেত্রীদের নিশানা করা হচ্ছে যাতে তিনি ভবিষ‍্যতে বিনোদন জগতে কোনো ব‍্যবসা করতে না পারেন।

অপরদিকে ইডির কাছে জ‍্যাকলিন স্বীকার করেছেন যে তিনি ২০১৭ থেকে চেনেন সুকেশকে। কিন্তু ২০২১ এর অগাস্টে তিনি গ্রেফতার হওয়ার পর থেকে আর কোনো যোগাযোগ নেই তাঁদের। সুকেশের থেকে কোটি টাকার উপহারও নিয়েছেন জ‍্যাকলিন। সে সমস্তই আপাতত ইডির হেফাজতে।

X