কয়েকশো কোটি টাকার প্রতারণা, মূল অভিযুক্তের সঙ্গে জ‍্যাকলিনের ঘনিষ্ঠ ছবি ফাঁস

Published On:

বাংলাহান্ট ডেস্ক: আর্থিক তছরুপের মামলায় বড়সড় ফাঁসলেন জ‍্যাকলিন ফার্নান্ডেজ (jacqueline fernandez)। কয়েকশো কোটি টাকা আর্থিক তছরুপের এই মামলার মূল অভিযুক্তর সঙ্গে অভিনেত্রীর ঘনিষ্ঠ ছবি ফাঁস হয়েছে। অথচ তিনি দাবি করেছিলেন, এই ব‍্যক্তিকে তিনি চেনেনই না। এই ছবির ফলে জ‍্যাকলিনের বিপদ আরো বাড়তে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

২০০ কোটি টাকার একটি আর্থিক তছরুপের মামলায় ফেঁসে সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন জ‍্যাকলিন। এই মামলায় ইডির জিজ্ঞাসাবাদেরও সম্মুখীন হতে হয়েছে তাঁকে। পরবর্তীকালেও ফের সেই মামলাতেই ফের ইডির সমন পেয়েছিলেন জ‍্যাকলিন ও নোরা।


গত ১৫ অক্টোবর ইডির দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল জ‍্যাকলিনের। আর্থিক তছরুপের মামলার সঙ্গে প্রত‍্যক্ষ এবং পরোক্ষ ভাবে যুক্ত ব‍্যক্তিদের খোঁজ চালাচ্ছে ইডি গোয়েন্দারা। তাঁদের সন্দেহ, বিপুল অঙ্কের টাকাটা বিদেশে বিনিয়োগ করা হয়েছিল। সুকেশ চন্দ্রশেখর নামে এক ব‍্যক্তি এই আর্থিক তছরুপের মূল পাণ্ডা বলে অনুমান তদন্তকারীদের।

এর আগেও একটি ডাকাতির মামলায় ফেঁসেছিলেন সুকেশ চন্দ্রশেখর। তাঁর এবং তাঁর স্ত্রীর বাড়িতে হানা দিয়েছিল ইডি। এই মামলায় বলিউড তারকাদের সক্রিয় যোগাযোগ থাকতে পারে বলেও দাবি করেছিলেন ইডি গোয়েন্দারা। কিন্তু জ‍্যাকলিন দাবি করেছিলেন যে তিনি চন্দ্রশেখরকে চেনেন না।

অপরদিকে সম্প্রতি সংবাদ মাধ‍্যমে একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিতে চন্দ্রশেখরের সঙ্গে বেশ ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছে জ‍্যাকলিনকে। অভিনেত্রীর গালে চুম্বনরত অবস্থায় মিরর সেলফি তুলেছেন প্রতারক ব‍্যবসায়ী। জানা যাচ্ছে, চলতি বছরের এপ্রিল থেকে জুন মাসের মধ‍্যে ছবিটি তোলা হয়েছে। সে সময় অন্তর্বর্তী কালীন জামিনে জেলের বাইরে ছিলেন চন্দ্রশেখর। তখনি একাধিক বার জ‍্যাকলিনের সঙ্গে দেখা করেছেন তিনি। আপাতত গরাদের ওপারেই রয়েছেন ব‍্যবসায়ী।

সম্পর্কিত খবর

X