ক্রিস রকের চড় খাওয়ার সময় হেসে গড়াগড়ি খাচ্ছিলেন স্মিথ-পত্নি জাডা! ভাইরাল ভিডিও দেখে ক্ষুব্ধ নেটিজেনরা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: অস্কারের মঞ্চে যা কখনো হয়নি তা ঘটে গিয়েছে এ বছরেই। সম্মানীয় টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস ২০২২ এর মঞ্চে তুলকালাম কাণ্ড ঘটিয়েছেন হলিউড অভিনেতা উইল স্মিথ (Will Smith)। স্ত্রী জাডা পিঙ্কেটের (Jada Pinkett) রোগ নিয়ে রসিকতা করায় প্রকাশ‍্য মঞ্চে সঞ্চালক ক্রিস রককে (Chris Rock) সপাটে চড় মেরেছেন তিনি। পরে অবশ‍্য ক্রিসের কাছে ক্ষমা চেয়েছেন উইল। এমনকি অ্যাকাডেমি থেকে নিজেকে সরিয়েও নিয়েছেন।

কিন্তু বিতর্ক এখনো শেষ হয়নি। বরং সবে শুরু হয়েছে। এতদিন একটি দৃষ্টিকোণ থেকে গোটা ঘটনাটা দেখেছেন দর্শকরা। সেখানে স্পষ্টই দেখা গিয়েছিল, ক্রিসের হাস‍্যরস মেশানো সমালোচনা বেশ উপভোগ করছিলেন উইল। কিন্তু যে মুহূর্তে জাডাকে নিয়ে তিনি রসিকতা করলেন, অভিনেত্রীর মুখ কঠিন হয়ে যায়।


স্পষ্টতই এমন রসিকতা পছন্দ হয়নি তাঁর। এরপরেই সটান মঞ্চে উঠে সপাটে চড় স্মিথের। এবার ভাইরাল হল অন‍্য দৃষ্টিকোণ থেকে ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, স্বামীর হাতে ক্রিসকে চড় খেতে দেখে হেসে গড়িয়ে পড়ছেন জাডা। তারকা জুটি যেখানে বসেছিলেন, তার থেকে দুটো সারি পেছনে বসে থাকা এক ব‍্যক্তিই গোটা ঘটনাটা রেকর্ড করেছেন।

ভিডিওটি ভাইরাল হতেই আরেক প্রস্থ সমালোচনার ঝড় উঠেছে নেটপাড়ায়। অনেকে লিখেছেন, যত সময় গড়াচ্ছে স্মিথ দম্পতি ততই অসহ‍্য হয়ে উঠছেন। আরেকজন লিখেছেন, রককে চড় মেরে ফেরার সময় স্মিথের মুখেও হাসি লেগেছিল। যেন তিনি নিজের মালকিনকে খুশি করতে পেরেছেন। উইল স্মিথ নিজের স্ত্রীর ‘গোলাম’ ছাড়া আর কিছুই নয়, দাবি নেটনাগরিকদের একাংশের।

https://youtu.be/YxGT4a5CFmE

অবশ‍্য স্মিথ প্রকাশ‍্যে ক্ষমা প্রার্থনা করেছেন ক্রিস রকের কাছে। তিনি লেখেন, ‘আমি সর্বসমক্ষে তোমার কাছে ক্ষমা চাইছি ক্রিস। আমি সীমার বাইরে চলে গিয়েছিলাম আর ভুল করেছি। আমি লজ্জিত, আমার এই ব‍্যবহার ইঙ্গিত দেয় না কেমন মানুষ আমি হতে চাই। এই ভালবাসা ও উদারতার বিশ্বে হিংস্রতার কোনো জায়গা নেই।’ এরপ‍র ফিল্ম অ্যাকাডেমি থেকেও বিদায় নিলেন স্মিথ।

সম্পর্কিত খবর

X