বাংলাহান্ট ডেস্ক : দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় উঠে এল বাংলার দুটি নাম। একটি যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University) এবং অপরটির নাম কলকাতা বিশ্ববিদ্যালয় (Kolkata University)। জাতীয় তালিকায় সেরা বিশ্ববিদ্যালয়ের প্রথম দশে চতুর্থ স্থানে রয়েছে যাদবপুর। অষ্টম স্থান দখল করেছে কলকাতা বিশ্ববিদ্যালয়।
শুক্রবার দেশের জাতীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলির সেরা তালিকা প্রকাশ করেছে কেন্দ্রের উচ্চশিক্ষা দফতর। দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের মুকুট অর্জন করেছে আইআইএসসি বেঙ্গালুরু (IISC Bengaluru)। এ ছাড়া যাদবপুরের আগে এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় এবং দ্বিতীয় স্থানে রয়েছে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (JNU)।
প্রকাশিত হয়েছে দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানের একটি সার্বিক তালিকাও। এই তালিকার শীর্ষে রয়েছে আইআইটি মাদ্রাজের নাম। তালিকাতে পাঁচ নম্বরে রয়েছে বাংলার আইআইটি খড়্গপুর (IIT Kharagpur)। এছাড়া দেশের সেরা কলেজের তালিকায় অষ্টম স্থানে রয়েছে বাংলার সেন্ট জেভিয়ার্স কলেজ (St Xavier’s College)।
শুক্রবার এই তালিকা প্রকাশ হওয়ার পরই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) ট্যুইট করে শুভেচ্ছা জানিয়েছেন বাংলার ওই শিক্ষাপ্রতিষ্ঠানগুলির কর্তৃপক্ষ, ছাত্র-ছাত্রী এবং শিক্ষক মহলকে। মুখ্যমন্ত্রী লেখেন, ‘এনআইআরএফ (NIRF) র্যাঙ্কিংয়ে রাজ্যে প্রথম এবং দ্বিতীয় স্থানে রয়েছে যাদবপুর এবং কলকাতা বিশ্ববিদ্যালয়। কলেজের মধ্যে দেশে অষ্টম স্থানে রয়েছে সেন্ট জেভিয়ার্স কলেজ। শিক্ষক এবং শিক্ষার্থীদের আমার শুভেচ্ছা।’
জাতীয় তালিকা প্রকাশের পরপরই প্রতিক্রিয়া ব্যক্ত করেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য স্যমন্তক দাস। তিনি বলেন, ‘আমরা যথেষ্ট পরিমান অনুদান পাই না। করোনার সময় অনেক অসুবিধা সত্ত্বেও যে আমরা আমাদের শিক্ষার মান ধরে রাখতে পেরেছি, তা ছাত্র ও শিক্ষদের জন্য যথেষ্ট আনন্দের।’
কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় এ প্রসঙ্গে বলেন, ‘সর্বভারতীয় র্যাঙ্কিং-এর তালিকায় প্রথম ১০-এ রাজ্যের যে দু’টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে তা খুবই খুশির খবর। রাজ্যের সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় হিসাবে আমাদের অনেক রকম প্রতিকূলতার মধ্যে কাজ করতে হয়। তার মধ্যেও যে আমরা আমাদের র্যাঙ্ক বজায় রাখতে পেরেছি তা জেনে সত্যি খুব খুশি হচ্ছে।’ প্রসঙ্গত, ম্যানেজমেন্ট ইনস্টিটিউটগুলির মধ্যে প্রথম স্থান দখল করেছে আমদাবাদ আইআইএম। কলকাতা স্থান পেয়েছে তিন নম্বরে।